প্রয়াত ইমরান হোসেনের বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানালেন পরিমল

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১১ আগস্ট : হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যু হওয়া ধলাই রাজনগর- খুলিছড়া জিপি সভাপতি ইমরান হোসেন বড়ভূইয়ার বাড়িতে গিয়ে পরিবারের সমবেদনা জানান সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সোমবার তাঁর বাড়িতে পৌঁছান শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ দলীয় নেতৃত্ব। ইমরানের আত্মার সদ্গতি কামনা করার পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা জানান সাংসদ। তিনি বলেন, ইমরান একজন উদ্যোমী যুবক ছিল, সর্বদা মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিত সে। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে রাজনগর-খুলিছড়া জিপি সভাপতি নির্বাচিত হওয়ার পাশাপাশি নিজের উদ্যোগে সাজিয়ে তুলেছে জিপি কার্যালয়। কিন্তু সৃষ্টিকর্তা তার জীবনের ইতি  টেনেছেন। ধলাই একজন রত্নকে হারিয়েছে উল্লেখ করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য।

এদিন সাংসদের সাথে ছিলেন জেলা বিজেপির সদস্য ভূষণ পাল ও সিতাংশু দাস, ধলাই-নরসিংহপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি, প্রাক্তন মণ্ডল সভাপতি বিধানচন্দ্র পাল, রইস আহমেদ, বাপ্পা পাল, মকবুল হোসেন বড়ভূইয়া  প্রমুখ।

Spread the News
error: Content is protected !!