ভারি বৃষ্টি, জলের তলায় পঞ্চায়েত রোড, নাজেহাল

বরাক তরঙ্গ, ৩০ মে : ভারি বৃষ্টিতে জলের তলায় শিলচর পঞ্চায়েত রোড। স্থানীয় জনগণ সহ গাড়ি চালকরা প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। শুক্রবার ভারি বৃষ্টিপাতে জলের তলায় শিলচর পঞ্চায়েত রোড এলাকা। জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে বৃষ্টির জল রাস্তায় উঠে যায় এতে নাজেহাল হতে হয় সাধারন মানুষের। পথচারীরা প্রাণের ঝুঁকি নিয়ে জমাজলের মধ্য দিয়ে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা রাস্তা দিয়ে প্রায় দিন যাতায়াত করতে হয়, নালা বন্ধ থাকার কারণে বৃষ্টির জল রাস্তায় উঠে যায় এর কারণে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। পঞ্চায়েত রোডের জমা জলের সমস্যার সমাধান না হলে যে কোন মুহূর্তে বড় ধরনের অঘটন ঘটার আশঙ্কা তাড়া করছে জনগণকে।

ভারি বৃষ্টি, জলের তলায় পঞ্চায়েত রোড, নাজেহাল
Spread the News
error: Content is protected !!