পঞ্চায়েত ডিলিমিটেশন : হাইলাকান্দিতে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক

জনসংযোগ, হাইলাকান্দি।   
বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : পঞ্চায়েত সীমা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) এর খসড়া তালিকা প্রকাশ সম্পর্কে রাজনৈতিক দলগুলির মতামত জানতে বৃহস্পতিবার হাইলাকান্দিতে এক সভা অনুষ্ঠিত হয়। প্রশাসনের উদ্যোগে এতে জেলার তিন বিধায়ক সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তারা অংশ নেন। ডিলিমিটেশন কমিশনের মেম্বার সেক্রেটারি জেলা পরিষদের সিইও রণজিৎ কুমার লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিভিন্ন পরামর্শ তুলে ধরা হয়। পরামর্শ গুলির মধ্যে রয়েছে ডিলিমিটেশনের সি গ্রুপের জেলা হাইলাকান্দির  ক্ষেত্রে প্রতিটি গাও পঞ্চায়েতের জনসংখ্যা ৬ হাজার থেকে ৯ হাজার ২০০ থাকতে হবে।  ডিলিমিটেশনের এসওপি অনুযায়ী একটি রেভিনিউ ভিলেজকে একই গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকতে হবে। এর আগে উদ্দেশ্য ব্যাখ্যা করে সদস্য সচিব রণজিৎ কুমার লস্কর জানান খসড়া প্রকাশ করে সাধারণের মতামত জানতে সব প্লেটফর্মে তা দেওয়া হয়েছে। এই সম্পর্কে দাবি ও আপত্তি আগামীকাল অর্থাৎ ২০ সেপ্টেম্বরে বিকাল ৪টার মধ্যে জেলা পরিষদের সিইওর কার্যালয়ে তা জমা দেওয়া যাবে। দাবি ও আপত্তির শুনানি ২৩-২৪ এবং ২৫ সেপ্টেম্বর দুইজন এডিসি গ্রহণ করবেন। হাইলাকান্দি বিধানসভা চক্রের দাবি আপত্তি গুলি এডিসি রক্তিম বরুয়া দেখবেন। পাশাপাশি আলগাপুর-কাটলিছড়া বিধানসভা চক্রের দাবি আপত্তি গুলি এডিসি অমিত পারবোসা দেখবেন বলে সভায় জানান রণজিৎ কুমার লস্কর।

তিনি জানান, ডিলিমিটেশনের ফরমেট অনুযায়ী জনসংখ্যার কোন সংস্থান নেই। সভাপতি ভাষনে তিনি আরো জানান যে দাবি ও আপত্তি গুলি লিপিবদ্ধ করা হয়েছে এবং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তা দেখা হবে। সভায় তিন বিধায়ক যথাক্রমে সুজাম উদ্দিন লস্কর, জাকির হোসেন লস্কর,নিজাম উদ্দিন চৌধুরী সহ বিজেপির সভাপতি স্বপন ভট্টাচার্য কংগ্রেসের সভাপতি সামস উদ্দিন বড়লস্কর, এআইইউডিএফ এর সভাপতি আফজল হোসেন লস্কর, সিপিআইএম এর অধীর নাথ এবং অগপ দলের পক্ষে হরিমোহন রাজভর অংশ নেন।

পঞ্চায়েত ডিলিমিটেশন : হাইলাকান্দিতে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক
পঞ্চায়েত ডিলিমিটেশন : হাইলাকান্দিতে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক

Author

Spread the News