পঞ্চায়েত ডিলিমিটেশন, ক্ষুব্দ কংগ্রেস

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া তালিকা প্রকাশ নিয়ে ক্ষোভ ব্যক্ত করল শিলচর জেলা কংগ্রেস।শুক্রবার জেলা কংগ্রেস কার্যালয়ের সাংবাদিক সম্মেলন করে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, রাজনৈতিক স্বার্থে পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া তালিকা বের হওয়ার পর জেলা প্রশাসনের কার্যালয় একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই সর্বদলীয় বৈঠকে জেলা আয়ুক্ত  পক্ষ থেকে পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া প্রতিলিপি দেওয়া হয়নি তাই তারা সর্বদলীয় বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন শুক্রবার পুনরায় জেলা আয়ুক্ত কার্যালয় সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে তাঁদের হাতে পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়ার প্রতিলিপি দেওয়া হয়।

পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া নিয়ে দাবি আপত্তি জন্য দু’দিনের সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করা হয় জেলা আয়ুক্তের কাছে কংগ্রেস সহ বিরোধী দলের নেতৃবৃন্দ। জেলা সভাপতি বলেন, জেলা আয়ুক্ত আশ্বাস দিয়েছেন যে বিবেচনা করে তাদের জানানো হবে। অভিজিৎ পাল বলেন, পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া তালিকা প্রকাশের পর বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা ৪:৫টি রাজস্ব গ্রাম তার মধ্যে একটি বা দুটি বাদ দিয়ে অন্য গ্রামের সঙ্গে সংযুক্ত করা হয়েছে তার জন্য গ্রামের লোকেরা হয়রানি শিকার হতে হবে।

জেলা সভাপতি অভিজিৎ পাল জাতি-ধর্ম-বর্ণ সবাই ঐক্যবদ্ধ হয়ে পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া তালিকা প্রকাশ বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

পঞ্চায়েত ডিলিমিটেশন, ক্ষুব্দ কংগ্রেস
পঞ্চায়েত ডিলিমিটেশন, ক্ষুব্দ কংগ্রেস

Author

Spread the News