হাইলাকান্দিতে পঞ্চায়েত সংরক্ষণ নোটিফিকেশন জারি

হাইলাকান্দিতে পঞ্চায়েত সংরক্ষণ নোটিফিকেশন জারি

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : হাইলাকান্দি জেলার আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য আসন সংরক্ষণের নোটিফিকেশন জারি করা হয়েছে। জেলা আয়ুক্ত এই নোটিফিকেশন জারি করে জেলা  পরিষদের চারটি আসন সংরক্ষণ ঘোষণা করেছেন। এই চারটি আসন হল ১ নং কালীনগর-পাইকান মহিলা প্রার্থীর জন্য, ৪ নং কাটলিছড়া-বাগছড়া এসসি মহিলার জন্য, ৮ নং জামিরা-শাহাবাদ, এবং ৬ নং নারাইনপুর-বন্দুকমারা জেলা পরিষদ আসন দুটি মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। আঞ্চলিক পঞ্চায়েত প্রেসিডেন্টের ক্ষেত্রে হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েত এবং কাটলিছড়া আঞ্চলিক পঞ্চায়েত  এবং আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েত প্রেসিডেন্ট আসন- এই তিনটি মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে।

দক্ষিণ হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েত প্রেসিডেন্ট পদটি এসসি-র জন্য সংরক্ষণ করা হয়েছে। আঞ্চলিক পঞ্চায়েত এর  ভাইস প্রেসিডেন্ট এর ৪টি আসন সংরক্ষণ করা হয়েছে। এগুলি হল হাইলাকান্দি এসসি কাটলিছড়া, দক্ষিণ হাইলাকান্দি এবং লালা মহিলাদের জন্য। এছাড়া পঞ্চায়েত মেম্বারদেরও আসন সংরক্ষণ করা হয়েছে। বিশদ বিবরণ জেলা প্রশাসনের ওয়েবসাইটে  পাওয়া যাবে।

হাইলাকান্দিতে পঞ্চায়েত সংরক্ষণ নোটিফিকেশন জারি

Author

Spread the News