পাঁচগ্রাম–বারপানি হাই-স্পিড করিডর : বেআইনি নির্মাণে কঠোর নির্দেশ ডিসির

বেআইনি কাঠামোর জন্য কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে না : জেলা কমিশনার মৃদুল যাদব

বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : অসমের অন্যতম উচ্চাভিলাষী পরিকাঠামো প্রকল্পকে সুরক্ষিত রাখতে কাছাড় জেলা প্রশাসন বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া অভিযান শুরু করেছে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে প্রস্তাবিত পাঁচগ্রাম–বারপানি হাই-স্পিড করিডরকে লক্ষ্য করে, যেখানে অবৈধ দখল ও নির্মাণ কাজ প্রকল্পকে হুমকির মুখে ফেলছিল।

মঙ্গলবার জেলা কমিশনার মৃদুল যাদব কটিগড়া সার্কল অফিসারকে নির্দেশ দেন, কালাইন–রাতাছড়া প্যাকেজের চারলেন সবুজক্ষেত্রের পাশে চলা সব ধরনের অবৈধ নির্মাণ ও কৃষি দখল অবিলম্বে বন্ধ করতে।

পাঁচগ্রাম–বারপানি হাই-স্পিড করিডর : বেআইনি নির্মাণে কঠোর নির্দেশ ডিসির

প্রশাসনের মতে, এলাকায় হঠাৎ বেড়ে যাওয়া নতুন নির্মাণকাজ ও চাষাবাদ ছিল পরিকল্পিত পদক্ষেপ, যাতে ভবিষ্যতে জমি অধিগ্রহণ হলে ভুয়ো ক্ষতিপূরণের দাবি তোলা যায়। সেই কারণে প্রশাসন পুলিশ মামলা, এফআইআর এবং ফৌজদারি ধারা প্রয়োগ করে কঠোর পদক্ষেপ শুরু করেছে। সার্কল অফিসার ইতিমধ্যে অবৈধ নির্মাণসামগ্রী ও যন্ত্রপাতি বাজেয়াপ্ত করছেন। সোমবার সন্ধ্যায় কটিগড়া সার্কল অফিসার নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মাণ বন্ধের নির্দেশ দেন এবং সিমেন্টের বস্তা ও কংক্রিট ব্লক বাজেয়াপ্ত করেন।

ডিসি মৃদুল যাদব স্পষ্ট করে বলেন, “১৫ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি ভঙ্গ করে কোনও কার্যকলাপ চালানো হলে তা বন্ধ করা হবে এবং সেই কাঠামো ক্ষতিপূরণের জন্য অযোগ্য ঘোষণা করা হবে।”

উল্লেখ্য, জেলা প্রশাসনের আগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, হাই-স্পিড করিডর কাছাড় জেলার ৪৫টি গ্রাম অতিক্রম করবে এবং জমি অধিগ্রহণ শাখার অনুমোদন ছাড়া কোনও নতুন উন্নয়নমূলক কাজ অনুমোদিত নয়। এবার সরাসরি আইনি পদক্ষেপ নিয়ে প্রশাসন জানিয়ে দিল, করিডরের রাইট অব ওয়ে (ROW) রক্ষায় শূন্য সহনশীলতার নীতি কার্যকর হয়েছে।

পাঁচগ্রাম–বারাপানি হাই-স্পিড করিডরটি জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (NHIDCL) কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বরাক উপত্যকার অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। দ্রুত সংযোগ, বাণিজ্য বৃদ্ধি এবং বিদ্যমান মহাসড়কের চাপ কমানোই এর লক্ষ্য।

প্রশাসনের অবস্থান নিয়ে ডিসি মৃদুল যাদব বলেন, “এই করিডর কাছাড়ের উন্নয়নের প্রাণরেখা। প্রকৃত জমির মালিকদের অধিকার রক্ষায় সরকার সচেতন, কিন্তু কোনওরকম সুযোগসন্ধানী দখল বা অনুমাননির্ভর নির্মাণকে বরদাস্ত করা হবে না। বেআইনি কাঠামোর জন্য কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে না।”

কাছাড় প্রশাসনের এই দৃঢ় অবস্থান জানিয়ে দিল—মেগা প্রকল্পের অখণ্ডতা রক্ষা করা সর্বাধিক গুরুত্বপূর্ণ, আর বেআইনি দখল বা নির্মাণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

Spread the News
error: Content is protected !!