গাজায় এক সপ্তাহে ৬০০ প্যালেস্তিনির মৃত্যু

২৪ মার্চ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরে সুর মিলিয়ে প্যালেস্তিনীয়দের গাজার প্রতিবেশী আরব দেশগুলিতে পাঠিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবার সেই বার্তা কার্যকর করার ইঙ্গিত মিলল। রবিবার দক্ষিণ গাজার সবচেয়ে বড় শহর রাফার একাংশ থেকে স্থানীয় বাসিন্দাদের সরে যেতে বলেছে ইজরায়েলি সেনাবাহিনী। বাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রেই এক্স পোস্টে লিখেছেন, ‘আমাদের সেনা রাফার তাল-আল-সুলতান এলাকায় জঙ্গিগোষ্ঠীগুলিকে আক্রমণ করেছে। সেখানকার বাসিন্দাদের বিপজ্জনক যুদ্ধক্ষেত্র ছেড়ে গাজার উত্তরে নিরাপদ অঞ্চলে চলে যেতে বলা হয়েছে।’

হামাসের সঙ্গে প্রথম পর্বের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর থেকে গাজায় সেনা অভিযানে গতি এনেছে ইজরায়েল। তাদের হামলায় গত এক সপ্তাহে ৬০০-র বেশি প্যালেস্তিনীয় প্রাণ হারিয়েছেন। আহত বহু। গাজার একমাত্র ক্যানসার হাসপাতালটিও ইজরায়েলি হামলায় ধ্বংস হয়ে গিয়েছে। দক্ষিণ গাজার খান ইউনুসে ইজরায়েলি বায়ুসেনার ক্ষেপণাস্ত্র হামলায় মারা গিয়েছেন হামাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সালাহ আল-বারদাউইল এবং তাঁর স্ত্রী।

গাজায় এক সপ্তাহে ৬০০ প্যালেস্তিনির মৃত্যু
গাজায় এক সপ্তাহে ৬০০ প্যালেস্তিনির মৃত্যু
Spread the News
error: Content is protected !!