ত্রিপুরায় গ্রেফতার পাকিস্তানি মহিলা

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : ত্রিপুরার দক্ষিণ জেলার সীমান্ত শহর সাবরুমে ৬৫ বছর বয়সি এক পাকিস্তানি মহিলাকে গ্রেফতার করল পুলিশ। নেপালের জেল থেকে পালিয়ে এসে ত্রিপুরায় রবিবার ধরা পড়লেন এই পাকিস্তানী মহিলা। জানা যায়, ধৃত মহিলার নেপালে নেশা সংক্রান্ত মামলায় পনেরো বছরের জেল হয়। কিন্তু সম্প্রতি নেপালে ঘটে যাওয়া বিশৃঙ্খলার মধ্যে জেল থেকে পালিয়ে দালাল ধরে ত্রিপুরা হয়ে বাংলাদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন। অবশেষে পুলিশ কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস থেকে পাকিস্তানি মহিলাকে আটক করেছে। গ্রেপ্তার হওয়া সেই পাকিস্তানি মহিলারা নাম সাহিনা পারভিন।

যদিও পুলিশ সূত্রে খবর ওই মহিলা একাধিকবার ওনার পরিচয় গোপন করার চেষ্টা করেছে। বর্তমানে গোটা ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। জানা গেছে আগরতলা থেকে রাজ্য পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের একটি স্পেশাল টিম সাব্রুম থানার উদ্দেশ্যে রওনা হয়েছে। কারণ বিষয়টি নিয়ে পুলিশ কোন ভাবেই গাফিলতি করতে চাইছে না। আসলে নেপালের জেল থেকে পালিয়ে ত্রিপুরায় এসেছে, নাকি অন্য কোন মতলব রয়েছে সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ পাকিস্তানের আনাগোনা নিয়ে গোটা দেশেই স্বরাষ্ট্র দপ্তর সজাগ রয়েছে।

সাবরুম থানার আধিকারিক নিত্যানন্দ সরকার জানান, ওই মহিলার নাম লুইস নিঘাত আখতার ভানো। তাঁকে প্রথমে সাবরুম স্টেশনে আটক করে রেল পুলিশের একটি দল (GRP)। পরে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। আধিকারিকের কথায়, ‘মহিলা সম্ভবত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। আপাতত জিজ্ঞাসাবাদ চলছে। গতিবিধি ও উদ্দেশ্য সম্পর্কে আরও তথ্য জোগাড়ের চেষ্টা করছে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা।’

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই মহিলা নেপালের এক জেল থেকে পালিয়ে এসেছেন। তাঁর পাকিস্তানের সঙ্গে যোগাযোগ আছে বলেও সন্দেহ করা হচ্ছে। যদিও নাগরিকত্ব এখনও নিশ্চিত নয়।

পুলিশের এক সূত্র বলছে, ভানো নামে ওই মহিলা পাকিস্তানের শেখুপুরার বাসিন্দা মহম্মদ গোলাফ ফারাজের স্ত্রী। প্রায় ১২ বছর আগে তিনি পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করে নেপালে প্রবেশ করেন এবং সেখানে মাদক পাচারের কাজ শুরু করেন। ২০১৪ সালে নেপাল পুলিশ তাঁকে ১ কিলোগ্রাম ব্রাউন সুগার-সহ গ্রেফতার করে। পরে আদালত তাঁকে ১৫ বছরের কারাদণ্ড দেয়। এতদিন কাঠমান্ডু সংশোধনাগারে ছিলেন। কিন্তু গত মাসে নেপালে ব্যাপক অশান্তির সময় একাধিক জেল ভাঙার ঘটনায় পালিয়ে যান বলে খবর।

Spread the News
error: Content is protected !!