ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা পাকিস্তানের
১৯ জানুয়ারি : পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের দায়ে দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। একইসঙ্গে তেহরান থেকে নিজেদের দূতকেও প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান।বুধবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দফতরের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেছেন, পাকিস্তান ইরান থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে এবং পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত, যিনি বর্তমানে ইরানে অবস্থান করছেন; তিনি আপাতত ফিরছেন না।
তেহরান আকাশসীমার অপ্রীতিকর লঙ্ঘন করায় দুই দেশের মাঝে চলমান অথবা পরিকল্পিত উচ্চ-পর্যায়ের সব ধরনের সফরও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন মুমতাজ জাহরা বালোচ।