মাঝ আকাশে বিপদে পড়া ভারতীয় বিমানকে আকাশ সীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

২৩ মে : অমানবিকতার নজির! মাঝ আকাশে বিপদে পড়া ভারতীয় বিমানকে আকাশ সীমা ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান (Pakistan)। বুধবার দিল্লি থেকে শ্রীনগরগামী ইন্ডিগো এয়ার লাইন্সের একটি বিমান ২২৭ জন যাত্রী নিয়ে মাঝ আকাশে তুমুল ঝড়-বৃষ্টি ও হাওয়ার কারণে চরম বিপদের মুখে পড়ে। হাওয়ার গতিবেগ এতটাই বেশি ছিল যে বিমানের ভারসাম্য ধরে রাখাই কঠিন হয়ে যাচ্ছিল। এই পরিস্থিতিতে পাকিস্তানের আকাশ সীমায় ঢোকার অনুমতি চেয়েছিলেন পাইলট। লাহোরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হলে পাকিস্তান সরাসরি এই আর্জি নাকচ করে দেয়।

মাঝ আকাশে বিপদে পড়া ভারতীয় বিমানকে আকাশ সীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

বাধ্য হয়ে তুমুল ঝড়ঝঞ্ঝার মধ্যেই বিমান নির্ধারিত পথেই এগোতে থাকে। শিলাবৃষ্টিতে বিমানের সামনের অংশ ভেঙে যায়। ওই অবস্থাতেও বিমান নিয়ন্ত্রণে রেখে নিরাপদেই শ্রীনগরে অবতরণ করান পাইলট। যাত্রীদের কারো কোন ক্ষতি হয়নি। এই ঘটনা সামনে আসার পর থেকেই পাকিস্তানের আচরণে বিভিন্ন মহলে ছি ছি পড়ে গিয়েছে। সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহে ২ দেশ পরস্পরের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। বর্তমানে দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি রয়েছে। তবুও বিপদাপন্ন ভারতীয় বিমানকে আকাশসীমা ব্যবহার করতে না দিয়ে পাকিস্তান চূড়ান্ত অমানবিকতার নজির তৈরি করল পরেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল

Spread the News
error: Content is protected !!