জোড়া গোল দীপঙ্করের, মাতৃভূমি-র দ্বিতীয় রাউন্ডে ডিক্রো

কে দাশ, ধলাই।
বরাক তরঙ্গ, ৬ আগস্ট : ধলাইর বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমি-র উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজমানি নক আউট ফুটবল টুর্নামেন্টে বুধবার জয়ী হল ডিক্রো হসম ক্লাব শেওরারতল। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন ‘বি’ গ্রুপের দ্বিতীয় খেলায় প্রতিপক্ষ মধ্য খুলিছড়া এফসি দলকে ৩-০ গোলে পরাজিত করে অনায়াসে মাতৃভূমি কাপের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যায় তারা। 

এদিন খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে ডিক্রো হসম ক্লাব। জোড়া গোল করেন দীপঙ্কর বর্মণ, যথাক্রমে খেলার ১৯ ও ৩০ মিনিটে । বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয়ার্ধের খেলায় আরও একটি গোল করে ডিক্রো হসম ক্লাব। খেলার ২২ মিনিটে গোল করেন মিকিং।

এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় অশোক বর্মণ। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি প্রাক্তন ফুটবলার দেবব্রত সিংহ ও সপ্তগ্রাম জিপি সভাপতি আনোয়ার হোসেন লস্কর। খেলা পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, কমরুজ্জামান লস্কর, প্রবীন বর্মণ ও এলমিন খাসিয়া। বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের তৃতীয় খেলায় ইন্ডিয়ান এফসি খেলবে জামিরখাল এফসির বিরুদ্ধে।

Spread the News
error: Content is protected !!