পেজার বিস্ফোরণে মৃত্যুপুরী লেবানন

১৮ সেপ্টেম্বর : একের পর এক পেজার বিস্ফোরণ লেবাননে। মুহূর্তের মধ্যে তা পরিণত হল মৃত্যুপুরীতে। চারিদিক শুধুই আর্তনাদ, হাহাকার। লেবানন জুড়ে ভয়াবহ পেজার বিস্ফোরণে এখন পর্যন্ত মৃত বেড়ে নয়। আহত হয়েছেন কমপক্ষে ২৮০০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে। আহতদের মধ্যে ২০০ জনের বেশির অবস্থা গুরুতর।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ এই হামলার ঘটনা ঘটেছে। পেজার হল যোগাযোগের একটি যন্ত্র। লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী সদস্যদের মধ্যে যোগাযোগের জন্য এই যন্ত্রটি ব্যবহার করেন। সর্বক্ষণ সদস্যদের কাছে পেজার যন্ত্রটি থাকে। গতকাল কেউ ছিলেন রাস্তায়, কেউ শপিং মলে, কেউ হাসপাতালের আশেপাশে। একসঙ্গে সব পেজারে বিস্ফোরণ ঘটে। তাতেই ছিটকে পড়েন আশেপাশের জনতা।

ভয়ঙ্কর বিস্ফোরণের পর হিজবুল্লাহ গোষ্ঠী একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, এই হামলার নেপথ্যে রয়েছে ইজরায়েল। প্রযুক্তির ব্যবহার করে সবকটি পেজারে বিস্ফোরণ ঘটানো হয়েছে। পেজার বিস্ফোরণে হিজবুল্লাহ গোষ্ঠীর দুই যোদ্ধার মৃত্যু হয়েছে। ইজরায়েলকে এর কড়া শাস্তি পেতেই হবে। যদিও পেজার বিস্ফোরণের পর কোনও মন্তব্য করেনি ইজরায়েল সেনাবাহিনী।

পেজার বিস্ফোরণে মৃত্যুপুরী লেবানন
পেজার বিস্ফোরণে মৃত্যুপুরী লেবানন

Author

Spread the News