পদ্মবিলে জুয়ার ঠেকে পুলিশের হানা, নগদ টাকা সহ আটক ৫ জুয়ারি
যশপাল সিং, আগরতলা।
বরাক তরঙ্গ, ২২ আগস্ট : খোয়াইয়ের বাইজালবাড়ি থানাধীন পদ্মবিল বাজার এলাকায় জুয়ার আসরে হানা দিয়ে বড়সড় সাফল্য পেল পুলিশ। বৃহস্পতিবার রাতে ওসির নেতৃত্বে এই অভিযানে পাঁচজন জুয়াড়িকে আটক করার পাশাপাশি তাদের কাছ থেকে নগদ প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বাইজাল বাড়ি থানার পুলিশ রতনপুর থেকে শুরু করে পদ্মবিল বাজার এলাকায় এই অভিযান চালায়। তখন পদ্মবিল এলাকায় প্রকাশ্যেই চলছিল জুয়ার আসর। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে হাতেনাতে আটক করে এবং জুয়ার বোর্ডে থাকা নগদ টাকা বাজেয়াপ্ত করে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে।