শ্রীভূমিতে ব্যালট পেপারে অন্য ছবি প্রার্থীর, বিভ্রাট, স্থগিত ভোট গ্রহণ

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২ মে : দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের মেদল শরীফনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৭ নম্বর গ্রুপে ভোটগ্রহণের সময় চাঞ্চল্যকর ঘটনা ঘটে। গ্রুপ সদস্য প্রার্থীর নির্বাচনী প্রতীক ছিল কাপ-প্লেট, কিন্তু ব্যালট পেপারে ছাপা হয়েছে অটোরিকশা।

এই গুরুতর অসঙ্গতির কারণে সংশ্লিষ্ট কেন্দ্রটিতে ভোটগ্রহণ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

ভোটারদের মধ্যে চরম অসন্তোষ ছড়িয়ে পড়ে। আর প্রার্থীর পক্ষ থেকে জোরালোভাবে পুনরায় ভোটগ্রহণের দাবি জানানো হয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

শ্রীভূমিতে ব্যালট পেপারে অন্য ছবি প্রার্থীর, বিভ্রাট, স্থগিত ভোট গ্রহণ
Spread the News
error: Content is protected !!