ওরিয়েন্টেশন প্রোগ্রাম লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-র

বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : “লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ” সেন্ট্রাল সিনিয়র সেকেন্ডারি স্কুলে “ওরিয়েন্টেশন প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়। লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২জি-এর বিশেষজ্ঞ ফেকালটি সাব্যসাচী রুদ্রগুপ্ত প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এবং লায়নিজমের বিভিন্ন দিক বিস্তারিতভাবে উপস্থাপন করেন। তিনি লায়নিজমের নীতি ও আদর্শের উপর গুরুত্ব আরোপ করেন, যার জন্য লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী বৃহত্তম সংগঠন।

ক্লাব ভ্যালি ভিউ-এর সদস্যরা অত্যন্ত মনোযোগ সহকারে বক্তার বক্তব্য শুনেন এবং পরস্পর মতবিনিময় করেন। একটি ‘ইন্টারঅ্যাকটিভ সেশনও’ অনুষ্ঠিত হয়। ক্লাব সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় অনুষ্ঠানের সূচনা করেন। ক্লাব সহ-সভাপতি অশোক বৈদ্যের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। অনুষ্ঠানের প্রকল্প চেয়ারপার্সন প্রশান্ত ভট্টাচার্য জানান, ভবিষ্যতে আরও কিছু ‘ওরিয়েন্টেশন প্রোগ্রামের’ আয়োজন করা হবে। ক্লাব সম্পাদক ডাঃ অনুপ রায়, স্কুলের অধ্যক্ষ তথা ক্লাব সদস্য বিশ্বরূপা ভট্টাচার্য এবং স্কুল কর্তৃপক্ষকে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামকে সফল করে তোলার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।

ওরিয়েন্টেশন প্রোগ্রাম লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-র
ওরিয়েন্টেশন প্রোগ্রাম লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-র

Author

Spread the News