গণহত্যা কনভেনশনের আইনের বিরুদ্ধে পড়া কাজ থেকে বিরত থাকার নির্দেশ ইজরায়েলকে

২৭ জানুয়ারি : ফিলিস্তিনের গাজায় বর্বর আক্রমণ ও গণহত্যার অভিযোগে ইজরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। সেই মামলার রায়ে গাজায় গণহত্যার মত অপরাধ ঠেকাতে এবং বেসামরিক ফিলিস্তিনদের সহায়তা দিতে ইজরায়েলকে সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রয়টার্স সূত্রে জানা গেছে, শুক্রবার ইজরায়েলকে এ আদেশ দেয় আইসিজে। আদালত বলেছেন, ‘গণহত্যা কনভেনশনের অনুচ্ছেদ-২ এর সমস্ত ধারা রক্ষায় ইজরায়েলকে তার ক্ষমতার ব্যবহার করতে হবে।’

গণহত্যা কনভেনশনের আইনের বিরুদ্ধে পড়া কাজ থেকে বিরত থাকার নির্দেশ ইজরায়েলকে

শুধু গাজায় ইজরায়েলি সামরিক পদক্ষেপ দ্রুত বন্ধের আদেশ ছাড়া দক্ষিণ আফ্রিকা যা চেয়েছিল তাঁর বেশিরভাগই পূরণ হয়েছে রায়ে। আদালত ইজরায়েলকে গণহত্যা কনভেনশনের আওতায় পড়তে পারে এমন যেকোনো কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে গাজায় দেশটির সৈন্যরা যাতে কোনো গণহত্যামূলক কাজ না করে সেটিও নিশ্চিত করতে বলেছে। আন্তর্জাতিক আদালতের রায়কে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক আদালতের এই রায় প্রমাণ করেছে, কোনো রাষ্ট্রই আইনের ঊর্ধ্বে নয়। খবর : রিডমিক নিউজ।

Author

Spread the News