জেদ্দা থেকে ভারতীয়দের আনতে “অপারেশন কাবেরী”

২৯ এপ্রিল : সুদানে সেনা বাহিনী ও আরএসএফ বাহিনীর মধ্যে যুদ্ধ অব্যহত। এর মধ্যেই সেখান থেকে সাধারন নাগরিকদের ফিরিয়ে আনার জন্য বিমান পাঠিয়েছে বিভিন্ন দেশ। ভারতের পক্ষ থেকেও পাঠানো হয়েছে সাহায্য। কয়েক দফায় নিয়ে আসা হয়েছে সুদানে অবস্থিত ভারতীয় নাগরিকদের। এবার সেই প্রত্যাবর্তন প্রক্রিয়াকে আরও জোরদার করতে এবার “অপারেশন কাবেরী”তে যোগদান করল ইন্ডিগো।

ইতিমধ্যেই ২৩১ জনকে নিয়ে জেড্ডা থেকে উড়ান শুরু করেছে ভারতীয় বিমান। এই নিয়ে পঞ্চমবার জেদ্দা থেকে ভারতীয়দেরকে নিয়ে আসা হচ্ছে বিমানে করে। শুক্রবার ভারতীয় বায়ুসেনার C130J বিমানটি সুদান থেকে ১৩৫ জন যাত্রীকে জেদ্দাতে নিয়ে আসে।

Author

Spread the News