ইলেকট্রিক অটো ডেমো করে ফেরার পথে দুর্ঘটনার কবলে মধুরায়, মৃত্যু এক, আহত ৩

বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : ইলেকট্রিক অটো ডেমো করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এক কর্মীর মৃত্যু ঘটল। আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার সন্ধ্যায় উধারবন্দের মধুরা অমরানগর সড়কের বাজার এলাকায়। মৃত যুবক রাজদীপ সরকার (২৫)  শিলচর মালুগ্রামের ঘনিয়ালার বাসিন্দা রাজু সরকারের ছেলে। আহতরা হলেন কার্তিক চক্রবর্তী (২৬), দীপ দাস (২৮) ও পীযুষ সরকার (২৭)।

কার্তিক শিলচর দুর্গাপল্লীর বাসিন্দা সুভাষ চক্রবর্তীর ছেলে। বাকি দু’জনের ঠিকানা জানা যায়নি। জানা যায়, কাছাড় মটরস প্রাইভেট লিমিটেডের বাজাজ কোম্পানির  ইলেকট্রিক অটো ডেমো করতে মধুরা যায় তাঁরা। মধুরায় ডেমো করে অমরানগর যাওয়ার পথে মধুরা বাজারের অল্প দূরত্বে একটি মোড়ে অটোর নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি কালভার্টে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় রাজদীপ সরকার, কার্তিক চক্রবর্তী, দীপ দাস ও পীযুষ সরকার। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার পর চিকিৎসক রাজদীপ সরকার অবস্থা বেগতিক দেখে তাকে শিলচর মেডিক্যাল কলেজে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে রাজদীপ সরকারকে শিলচর মেডিক্যাল কলেজে পৌছানোর পর তার মৃত্যু হয়।

ইলেকট্রিক অটো ডেমো করে ফেরার পথে দুর্ঘটনার কবলে মধুরায়, মৃত্যু এক, আহত ৩

এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশের দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যায় উধারবন্দ থানার এএসআই রঞ্জিত সিনহা। তিনি গিয়ে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে। পরে অটোটি উদ্ধার করে উধারবন্দ থানায় নিয়ে আসেন।

Author

Spread the News