শিলচরে ভাসানে গিয়ে নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
বরাক তরঙ্গ, ৩০ জুলাই : মনসা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বরাক নদীতে পড়ে গেলেন তিনজন। বুধবার রাতে এই ঘটনা ঘটে সদরঘাটে। তিনজনের মধ্যে দু’জনকে উদ্ধার করা সম্ভব হলেও একজন লিঙ্ক রোড এলাকার বাসিন্দা গৌরাঙ্গ ঘোষ (৩০) এখনও সন্ধানহীন।
জানা গেছে, শহরের রাঙ্গিরখাড়ি এলাকার এক বাড়িতে পুজো হওয়া মনসা প্রতিমা ভাসানোর জন্য সদরঘাটে নিয়ে গিয়েছিলেন গৌরাঙ্গরা। রাত ন’টা নাগাদ প্রতিমা ভাসানের সময় গৌরাঙ্গ সহ তার ভাই এবং অন্য একজন নদীর জলে পড়ে গিয়েছিলেন। ভাই ও তৃতীয় ব্যক্তিকে ঘাটে নিযুক্ত ডুবুরিরা উদ্ধার করতে সমর্থ হন। তবে গৌরাঙ্গর সন্ধান মেলেনি।