মাওবাদী অন্যতম নেতাসহ ৩০ খতম

২১ মে : ছত্তিশগড়ে খতম ৩০ মাওবাদী। নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের জোর লড়াই হয়। এরপরই এই ৩০ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। মৃতদের মধ্যে মাওবাদীদের অন্যতম নেতা নাম্বালা কেশব রাও ওরফে বাসব রাজ মৃত্যু হয়েছে বলেই খবর। তার ওপর ১ কোটি টাকার পুরষ্কার ঘোষণা করা হয়েছিল।

নারায়নপুর জেলাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের জোর সংঘর্ষ বাঁধে। উভয়পক্ষের মধ্যে জোরালো গুলি বিনিময় ঘটে। পুলিশ সূত্রে খবর, এরপরই ধীরে ধীরে মাওবাদীরা পিছু হঠতে থাকে। নিরাপত্তা বাহিনীর প্রতিরোধের সামনে তারা অসহায় বোধ করতে থাকে।

বুধবার সকাল থেকেই শুরু হয় এই অপারেশন। গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। এরপরই দুপক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়ে যায়। নারায়নপুর, বিজয়ওয়াড়া এবং দান্তেওয়াড়া জেলার ডিআরজি এই অপারেশনের নেতৃত্ব দেন। নিরাপত্তা বাহিনীর কাছে আগে থেকেই মাওবাদীদের লুকিয়ে থাকার খবর ছিল। সেইমতো তারা গোটা এলাকা ঘিরে ধরে শুরু করে অপারেশন।

মাওবাদী অন্যতম নেতাসহ ৩০ খতম

নিরাপত্তা বাহিনীকে দেখামাত্রই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। এরপরই একের পর এক মাওবাদীর মৃত্যু ঘটতে থাকে। লড়াইতে পার না পেয়ে তারা ধীরে ধীরে পিছু হঠতে থাকে। তবে ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। নিরাপত্তা বাহিনীর গুলির শিকার হয়ে বহু মাওবাদী প্রাণ হারিয়েছে।
খবর : আজকাল ডট ইন।

Spread the News
error: Content is protected !!