পুলিশের গুলিতে আহত ডাকাত, গ্রেফতার এক
বরাক তরঙ্গ, ৪ ডিসেম্বর : পুলিশের গুলিতে গুরুতর আহত হল এক কুখ্যাত ডাকাত। মঙ্গলবার গভীর রাতের অভিযানের সময় গুয়াহাটির জোড়াবাট এলাকায় এ ঘটনাটি ঘটে।
রমেশ দৈমারি (৩২) নামে ওই ডাকাত শহরজুড়ে একাধিক ডাকাতি ও চুরির ঘটনায় জড়িত ছিল। রমেশ তামুলপুর জেলার বাসিন্দা বলে সূত্রের খবর।
সূত্রের মতে, পায়ে বুলেটের আঘাতের কারণে দৈমারি বর্তমানে গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (জিএমসিএইচ) চিকিৎসাধীন।
চেন-ছিনতাই এবং চুরি সহ অপরাধমূলক কার্যকলাপের দীর্ঘ ইতিহাস রয়েছে। রমেশের বিরুদ্ধে ১০০টিরও বেশি মামলা নথিভুক্ত রয়েছে। সূত্র জানায়, সে মাত্র কুড়ি দিন আগে কারাগার থেকে মুক্তি পায়। মুক্তির পরই ফের অপরাধমূলক কার্যক্রম শুরু করে।
অন্যদিকে, একই অভিযানে রমেশের আরেক সহযোগী ফজল আলিকেও আটক করেছে পুলিশ। ফজলের কাছ থেকে অপরাধে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।