কাছাড় জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের এক দিবসীয় “উদ্যোক্তা মিট ২০০৪-২৫”

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ মার্চ : বৃহস্পতিবার  শিলচর মাছিমপুর অরুণাচল জিপির কুমারপাড়া স্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিআর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় “উদ্যোক্তা মিট ২০২৪-২৫”। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত কাছাড় জেলা কৃষি বিভাগের এডিও আরশমিতা গগৈ, জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বৈজ্ঞানিক ড. বামন টিমুং, ড. মনোরঞ্জন রায়, ড. টমাস টায়া, ড. আনন্দিতা দাস প্রমূখদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়।

এদিন প্রথমে স্বাগত বক্তব্য রাখেন বিডিও কনফারেন্সের মাধ্যমে কাছাড় জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক মনোরঞ্জন মিশ্র। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত জেলা কৃষি বিভাগের এডিও আরশমিতা গগৈ বক্তব্যে বলেন, কৃষি আগ্ৰহী কৃষকদের নিশ্চয়ই উন্নতি,রাজ্য ও কেন্দ্রীয় সরকার যেভাবে কৃষকদের অগ্ৰগতির জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নতির জন্য এগিয়ে এসেছে,এতে কৃষকদের ব্যপক উন্নতি ঘটছে‌। আগামী দিনে জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র ও কৃষি বিভাগের যৌথ প্রচেষ্টায় কৃষিক্ষেত্রে উন্নতি ঘটবে বলে আশা ব্যক্ত করেন। বৈজ্ঞানিক ড. বামন টিমুং বলেন, একজন কৃষি উদ্যোক্তা সফল হলে একদিকে যেমন দারিদ্র্য দূরীভূত হয়, অন্যদিকে জাতীয় অর্থনীতি শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা পায়। তবে কৃষি উদ্যোক্তাকে অবশ্যই সততার সঙ্গে কাজ করা উচিত। কারণ তাঁর পণ্য চূড়ান্ত বিচারে খাবারের চাহিদা মেটাবে।

কাছাড় জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের এক দিবসীয় "উদ্যোক্তা মিট ২০০৪-২৫"

এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ড. আনন্দিতা দাস, ড. টমাস টায়া, ফার্ম ম্যানেজার স্বগুমসার বসুমতারি এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কৃষি বিজ্ঞানী ড. মনোরঞ্জন রায় ও জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের ফিল্ড কো-অর্ডিনেটর বেবি দাস। অনুষ্ঠানের শেষে উপস্থিত জেলার ৫০ জন প্রগতিশীল কৃষকদের উত্তরীয় পরিয়ে ও হাতে স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হয়।

Spread the News
error: Content is protected !!