আরও এক জুবিন-ভক্তের মৃত্যু
বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : আরও এক জন জুবিন-ভক্তের মৃত্যুর খবর পাওয়া গেছে। মানিকপুরের ১নং নোয়ারপাড়া গ্রামের ৩২ বছর বয়সী যুবকটির নাম হীরকজ্যোতি রায়। জুবিন গর্গের শ্রদ্ধাঞ্জলি সভা থেকে ফিরে আসার সময় পথদুর্ঘটনায় পড়েন তিনি।
এই দুর্ঘটনায় হীরকজ্যোতির মৃত্যু হয়। এখন পর্যন্ত জুবিনের মৃত্যুর পর মোট তিন জন ভক্তের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রথমজন গোরেশ্বরের, দ্বিতীয়জন উত্তর গুয়ারাহাটির এবং তৃতীয়জন মানিকপুরের ৩২ বছর বয়সী হীরকজ্যোতি।