কাঁঠাল রোড থেকে মাদক সহ আটক এক
বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য পেলো কাছাড় পুলিশ। শিলচর কাঁঠাল রোড থেকে সাড়ে তিন কোটি টাকার মাদক সহ এক পাচারকারী আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি কচুদরম চতুর্থ খণ্ডের বাসিন্দা পারুল আহমদ বড়ভূইয়া। তার এএস ২১ এফ ২৪১১ বাইকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় মাদক।
শনিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে কাছাড় পুলিশ শিলচর কাঁঠাল রোড এলাকার থেকে ৬৩৫ গ্রাম হেরোইন সহ এক পাচারকারীকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাছাড় জেলার পুলিশ সুপার নোমান মাহাতো সহ সদর পুলিশ।
বাজেয়াপ্তকৃত হেরোইনের বাজার মূল্য অনুমানিক সাড়ে তিন কোটি টাকা বলে জানা যায়।