বিবেকানন্দের জন্মদিনে দু’জনকে সংবর্ধনা খুশি সংস্থার

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপন করলো শ্রীভূমির সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খুশি সংস্থা। রবিবার স্বামীজির প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে ও প্রদীপ প্রজ্বলন করে শ্রদ্ধা জানিয়ে সূচনা করেন শিক্ষাবিদ সুব্রত চৌধুরী। পাশাপাশি এই দিনটিকে স্মরণীয় করে রাখতে দুজনকে সম্মান জানানো হয়।

রাজ্যে ভিত্তিক যোগা প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করায় খুশি স্মৃতি সংস্থার পক্ষ থেকে শ্রীভূমি শহরের সাংবাদিক সৌরভ চক্রবর্তী ও সিভিএসসি পরীক্ষা মাধ্যমিক ভালো ফলাফলের জন্য দেবার্জুন পালকে সংবর্ধনা জানানো হয়। তাদের উত্তরীয় পরিয়ে বরণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ সুব্রত চৌধুরী ও দুলাল দেব। তাদের হাতে স্বামী বিবেকানন্দের ছবি, কলম ও উপহার তুলে দেন মৌসুমী দেশমুখ, অরূপ রায় সহ অন্যান্যরা।

বিবেকানন্দের জন্মদিনে দু'জনকে সংবর্ধনা খুশি সংস্থার

Author

Spread the News