দশেরা মেলা থেকে ফেরার পথে বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় নিহত ৪

৩ অক্টোবর : বিহারের পূর্ণিয়ায় শুক্রবার ভোর ৫টা নাগাদ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অন্তত চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে আহতদের উদ্ধার করে জিএমসি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশ মৃতদেহগুলি নিজেদের হেফাজতে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

নিহতদের বয়স ১৮-২১ বছরের মধ্যে। আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য পূর্ণিয়ার সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতরা দশেরা মেলা থেকে বাড়ি ফিরছিলেন।

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি, যা জোগবানি থেকে পাটলিপুত্র পর্যন্ত চলাচল করে, দুর্ঘটনার সময় শহরের কাছাকাছি দিয়ে যাচ্ছিল। তবে দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।এটি রেল ক্রসিং কর্মীর অবহেলার ফল নাকি তারা ট্রেনের অধিক গতিকে অবজ্ঞা করে ক্রসিং পার হওয়ার চেষ্টা করেছিল, তা জানা যায়নি।

Spread the News
error: Content is protected !!