তৃতীয় দিনেও চলছে শিলচরে দেবী বিসর্জন
বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : তৃতীয় দিনেও চলছে প্রতিমা বিসর্জন। সোমবার রাত সাড়ে এগারোটা পর্যন্ত ২৪টি প্রতিমা বিসর্জন করা হয়। চলবে ভোররাত পর পর্যন্ত। রবিবার ১৭৯টি ও শনিবার ৩৭টি প্রতিমা নিরঞ্জন করা হয়।
তৃতীয় দিন অর্থাৎ সোমবারও গোটা শহর ছিল আনন্দে মাতোয়ারা। বিগ বাজেটের বিভিন্ন পূজা কমিটিগুলো প্রতিমা বিসর্জন করা হয়। এ উপলক্ষে শিলচরের সদরঘাট এলাকায় পুলিশ, সেনাবাহিনী, এন্ট্রি রোমিও স্কোয়াড, এনডিআরএফ ও এসডিআরএফ বাহিনীকে কড়া নিরাপত্তা দিতে দেখা গেছে। প্রতিমা বিসর্জন উপলক্ষে সদরঘাটকে আলোকসজ্জায় ফুটিয়ে তুলেছে স্থানীয় প্রশাসন। নদীতে নৌকা নিয়ে লাগাতার টহল দিচ্ছেন সুরক্ষা বাহিনীর জওয়ানরা। দেবী প্রতিমা বিসর্জনকে ঘিরে বিভিন্ন পূজা মণ্ডপ থেকে শঙ্খ ও উলুধ্বনি সহ ঢাকঢোল ও ডিজের সঙ্গে দেবী বন্দনার মাধ্যমে বাহনে প্রতিমা নিয়ে সদরঘাট বরাক নদীতে বিসর্জনের উদ্দেশ্যে রওয়ানা দেন। শুধু তাই নয় বিভিন্ন পূজা মণ্ডপে সিঁদুর খেলা সহ মিষ্টি মুখে অংশ নেন মহিলারা। মণ্ডপে যুবক-যুবতী সহ কচিকাঁচারাও উপস্থিত থেকে দেবীকে প্রণাম জানান। সবমিলিয়ে শারদীয়ার চারদিন আনন্দ-উল্লাসে কাটিয়ে বিষাদের সুরে বিজয়া দশমীর দ্বিতীয় দিনে দেবী দুর্গাকে বিদায় দেন শহরের শ্রদ্ধালুটা।
জানা গেছে, কাছাড় জেলায় এবার ছোট-বড় মিলিয়ে মোট ১০৩২টি পূজা হয়েছে।