“স্বচ্ছতা পক্ষ”- উপলক্ষে মেডিক্যালে সাফাই পাওয়ার গ্রিডের

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ মে : ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেডের শিলচর শাখার উদ্যোগে শিলচর মেডিক্যাল কলেজে “স্বচ্ছতা পক্ষ”-এর আয়োজন করা হয়। শনিবার সকাল ১০ টা ৩০ মিনিটে ঘণ্টব্যাপী  শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওপিডি-এর প্রাঙ্গনে বৃষ্টিকে উপেক্ষা করে আর্বজনা পরিস্কার করা হয়। এ ছাড়া পরিবেশকে কী ভাবে রক্ষা করা যায়  এক বার্তা পৌঁছানোর প্রশংসামূলক  প্রয়াস চালান।

এদিন উপস্থিত শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত বলেন, ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেডের শিলচর শাখা কর্মকর্তারা শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবার উন্নতির জন্য প্রায় ৮০ লক্ষ টাকার যন্ত্রপাতি দিয়েছেন এবং প্রায় সময় এইভাবেই তাঁরা বিভিন্ন সময় শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেবা কাজে সহযোগিতা করে  থাকেন।ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেডের শিলচর শাখার চিফ ম্যানেজার প্রীতম নাথ বলেন,ল চিকিৎসা সেবা কেন্দ্র গুলোর আশ-পাশের স্থান গুলোকে যদি সবাই পরিস্কার করে রাখা যায়,তার হলে রোগীদেরও শারীরিক উন্নতি ঘটবে, আমরা সবাই যদি সপ্তাহের একদিন যদি আমাদের পাশ্ববর্তী এলাকাকে পরিস্কার করার কাজে সময় দিতে পারি, তাহলে আমরা বেশি অংশে আর্বজনা মুক্ত একটি পরিবেশ সৃষ্টি করতে পারি।

এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারেন্টেন্ট ডাঃ অজিত দে, ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেডের শিলচর শাখার অ্যাসিস্টেন্ট ম্যানেজার রজনীশ কুমার ও শ্রে কুমার  সহ অন্যান্য কর্মকর্তা এবং শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ছাত্রছাত্রী সহ আরো অন্যান্য চিকিৎসকেরা।

Spread the News
error: Content is protected !!