মুখ্যমন্ত্রীর নির্দেশে এসপির তৎপরতায় ফিরিয়ে পেলেন পাওনা টাকা ব্যবসায়ী করিম

মুখ্যমন্ত্রীর নির্দেশে এসপির তৎপরতায় ফিরিয়ে পেলেন পাওনা টাকা ব্যবসায়ী করিম

বরাক তরঙ্গ, ২৮ মার্চ : মুখ্যমন্ত্রীর কাছে নালিশ করে পাওনা টাকা ফিরিয়ে পেলেন বিজেপির সোনাই মণ্ডলের সংখ্যালঘু মোর্চার সভাপতি আব্দুল করিম মজুমদার। মুখ্যমন্ত্রীর নির্দেশে ৭২ ঘণ্টার ভেতরে কাছাড়ের পুলিশ সুপার নুমুল মাহাতো আব্দুল করিম মজুমদারকে টাকা পাইয়ে দিলেন। বৃহস্পতিবার সোনাই মণ্ডল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা ও পুলিশ সুপার নুমুল মাহাতোকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আব্দুল করিম মজুমদার সহ সোনাই বিজেপির মণ্ডল সভাপতি ভজন সেন ও সংখ্যালঘু মোর্চার জেলা সহ-সভাপতি হামিদুল ইসলাম লস্কর।

এদিন সাংবাদিক সম্মেলনে আব্দুল করিম মজুমদার বিস্তারিত তুলে ধরে বলেন তিনি রাজনীতি করার পাশাপাশি একজন ব্যবসায়ীও। ২০১৯ সালে আলিটিকর এলাকার বড়ভূইয়া পদবীর এক ঠিকাদার তাঁর দু’টি এক্সকেবেটর ভাড়া নিয়েছিলেন। প্রায় দু’বছর এক্সকেবেটর দু’টির ভাড়া দেওয়ার পর শেষের দিকে প্রায় চার লক্ষ টাকা আটকে রেখেছিলেন ওই ঠিকাদার। তিনি টাকাগুলা চাইলে তার হুমকির মুখে পড়েন। এরপর তিনি বাধ্য হয়ে থানায় এফআইআর করেন। এতে কোন লাভ হয়নি। ওই ঠিকাদার ভাড়া না দেওয়া তিনি এক্সেকেবেটরের লোনের কিস্তি (ইএমআই) দিতে নানা সমস্যার মুখে পড়েছিলেন। শেষে উপায় হিসেবে তিনি গত ৮ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর বিজেপি কার্যালয়ে আসলে লিখিত ভাবে বিষয়টি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে।

দু’দিন আগে কাছাড়ের পুলিশ সুপার তাকে ফোন করে কার্যালয়ে ডাকেন। মজুমদার এসপিকে সব বিষয়টি খুলে বলেন। এরপর ৭২ ঘণ্টার মধ্যে বুধবার তার হাতে উকিলের মারফতে দুই লক্ষ টাকা তুলে দেওয়া হয়। এতে তিনি খুশি হয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও পুলিশ সুপারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Author

Spread the News