বায়োমেট্রিক আনলক করাতে প্রথমদিন তিন শতাধিক আবেদন কাটলিছড়ায়
এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ২২ জুলাই : বায়মেট্রিকের ঘেরাটোপে আধার ছুট হাজার হাজার নাগরিক। আনলকের সরকারি নির্দেশে স্বস্তি ভুক্তভোগীদের। এনআরসি’র বায়োমেট্রিক আনলক করাতে প্রথম দিনই তিনশতাধিক আবেদনপত্র জমা পড়লো কাটলিছড়া সার্কলে। সোমবার সকাল থেকেই কাটলিছড়া সার্কেলের নানা প্রান্ত থেকে কাগজপত্র নিয়ে ছুটে আসেন বায়োমেট্রিকে আটকে পড়া মানুষ। এনআরসি’র বায়োমেট্রিকের গিরোয় আটকা পড়ে যারা আধার কার্ড বানাতে পারছিলেন না তাদের মধ্যে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নেমে এসেছে। এতোদিন তারা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। কাটলিছড়া সার্কলে মোট পাঁচটি কাউন্টারে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আবেদন পত্র সংগ্রহ করা হয়। মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা করা হয়। কাটলিছড়া সার্কল অফিসসূত্রে জানাগেছে এক সপ্তাহের সময়সীমা দেওয়া হয়েছে আবেদনপত্র সংগ্রহ করার জন্য তবে সার্কল থেকে জেলা জেলাশাসকের কাছে সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হবে।
কাটলিছড়া সার্কল অফিসের করণিক তাপস পাল বলেন, এনআরসি’র চুড়ান্ত তালিকায় যাদের নামের স্টেটাস একসেপ্ট এসেছে তাদের আবেদন পত্রই গ্রহণ করা হচ্ছে। একদিকে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে অনদিকে ডাটা এনট্রির কাজও শুরু হয়ে গিয়েছে বলে জানান তাপস পাল।
এদিকে, আবেদন জমা দিতে আসা জনৈক মরিয়ম বিবি জানান প্রায় ত্রিশ কিলোমিটার দূর থেকে এসেছেন তিনি কাগজপত্র জমা দিতে প্রতিটি জিপিতে এরকম ব্যবস্থা করলে মানুষের হয়রানি কম হতো। একই কথা শুনা যায় জমা দিতে আসা আরও কয়েকজনের কাছ থেকে।