অগপর ৪১তম প্রতিষ্ঠা দিবসে বিশিষ্ট কবি-সাংবাদিক অতীন দাশকে সংবর্ধনা
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : রাজনৈতিক আদর্শ ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে সমগ্র আসামের পাশাপাশি শিলচরেও অগপর ৪১তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে শিলচর বিধান পরিষদের উদ্যোগে দিনভর নানা কার্যক্রম আয়োজন করা হয়। দিনটির বিশেষ আকর্ষণ ছিল বিশিষ্ট কবি, লেখক ও সাংবাদিক অতীন দাশকে সংবর্ধনা প্রদান। শিলচর বিধান পরিষদের কার্যকরী সভাপতি দীপন ভট্টাচার্য্যের নেতৃত্বে একদল অগপ নেতা-কর্মী মঙ্গলবার সকালে রংপুর করাতি গ্রামস্থিত অতীন দাশের নিজ নিবাসে গিয়ে তাঁকে অভিনন্দিত করেন ও স্মারক প্রদান করেন।
সংবর্ধনা গ্রহণকালে কবি-লেখক অতীন দাশ তাঁর সাংবাদিকতার সময়ে রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং বলেন, রাজনীতি মানে ব্যক্তিগত সেবা নয়, প্রকৃত রাজনীতি মানে মানবসেবা। তিনি আরও উল্লেখ করেন, গণতন্ত্রকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত রাখতে হলে প্রতিটি রাজনৈতিক দলকে অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে হবে। আইনজীবী সমাজকর্মী রিয়াজুল হক বড়ভূইয়া, শারিকা আজমি বড়ভূইয়া সহ অগপ দলের বহু কর্মী ও শুভানুধ্যায়ী এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে কবি অতীন দাশ উপস্থিত অতিথিদের হাতে তাঁর লেখা দুটি করে গ্রন্থ প্রত্যেকে হাতে তুলে দেন। মানবিক ও সাংস্কৃতিক চেতনায় ভরপুর এই অনুষ্ঠানটি উষ্ণ সৌহার্দ্যের পরিবেশে, উজ্জ্বল সামাজিক বার্তার মধ্য দিয়ে সমাপ্ত হয়।