দুই দিনের সফরে অসমে অমিত শাহ, অভ্যার্থনা জানালেন মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : দুই দিনের সফরে অসমে এসে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুয়াহাটি বিমানবন্দরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল উষ্ণ অভ্যর্থনা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শইকিয়াও অভ্যর্থনা জানান।

আজ রাতে বিজেপির কোর কমিটির বৈঠকে অংশ নেবেন অমিত শাহ। বশিষ্ঠস্থিত রাজ্য বিজেপির কার্যালয়ে রাতেই অনুষ্ঠিত হবে এই বৈঠক।

২০২৬ সালের বিধানসভা নির্বাচন ও BTR নির্বাচনকে কেন্দ্র করে হবে আলোচনা। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া।

রাতটি কয়নাধরার অতিথিশালায় কাটাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার সকালে উদ্বোধন করবেন নবনির্মিত রাজভবন। খানাপাড়ায় আয়োজিত পঞ্চায়েত প্রতিনিধিদের সভাতেও অংশ নেবেন অমিত শাহ।

প্রাক্তন মুখ্যমন্ত্রী গোপাল বরবরার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানের শুভারম্ভেও অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামীকাল সন্ধ্যায় দিল্লিতে ফিরে যাবেন তিনি।

Spread the News
error: Content is protected !!