শপথ নিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে ওমর আব্দুল্লাহ
১৬ অক্টোবর : জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আব্দুল্লাহ (Omar Abdullah Takes Oath as CM)। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদের পর সেখানের প্রথম মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ওমর আব্দুল্লা। বুধবার শ্রীনগরে শের-ই কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সকাল সাড়ে এগারোটা নাগাদ উপরাজ্যপাল মনোজ সিনহার তত্ত্বাবধানে শপথ নেন ওমর আব্দুল্লাহ। একইসঙ্গে শপথ নেন ৮ মন্ত্রীও। তবে জম্মু ও কাশ্মীরের মন্ত্রিসভায় থাকছে না কংগ্রেস। মন্ত্রক বণ্টন নিয়ে টানাপোড়েন জিইয়ে রাখল কংগ্রেস। ওমরের সরকারকে বাইরে থেকে সমর্থন কংগ্রেসের।
জম্মু ও কাশ্মীরে এনসির সঙ্গে জোট করে কংগ্রেস কিন্তু ওমরের শপথের আগেই বেঁকে বসল কংগ্রেস। ৯০ আসনের বিধানসভায় ৪২টি আসন জিতেছে ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স। কংগ্রেস জিতেছে মাত্র ৬টি আসন। এরমধ্যে ৩টি মন্ত্রকের দাবি ছিল কংগ্রেসের। কিন্তু ন্যাশনাল কনফারেন্স মাত্র একটি মন্ত্রক ও ডেপুটি স্পিকারের পদ কংগ্রেসকে ছাড়তে রাজি। এনসির সেই প্রস্তাব নাকচ করেছে হাত শিবির।
ওমরের শপথে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী। এছাড়াও সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব, আপের সঞ্জয় সিং, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপির মেহবুবা মুফতি, এনসিপির কার্যকারী সভাপতি সুপ্রিয়া সুলে, ডিএমকের সাধারণ সম্পাদক কানিমোঝিও উপস্থিত ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে।