অলিম্পিক ও গ্রাসরুট ডে পালন শিলচর ডিএসএ-র
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ জুন : খুঁদে ফুটবলারদের নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক দিবস ও সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের দ্বিতীয় গ্রাসরুট ডে পালন করল শিলচর জেলা ক্রীড়া সংস্থা। বিশ্বের বিভিন্ন স্থানের সঙ্গে সঙ্গতি রেখে শিলচর ডিএসএ-ও যথাযোগ্য মর্যাদায় দিন দুটি পালন করে। এ উপলক্ষে এদিন সন্ধ্যা ছয়টায় ফ্লাডলাইটে শিলচর ফুটবল অ্যাকাডেমির আর্টিফিশিয়াল টার্ফে দু’টি প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এর প্রথমটিতে অ্যাকাডেমির খুঁদে ৬ থেকে ১০ বছর বয়স গ্রুপের ফুটবলারদের মধ্যে অনুষ্ঠিত হয়। অন্যটি ১১ থেকে ১৩ বছরের খেলোয়াড়দের মধ্যে হয়। ম্যাচ শুরু হওয়ার আগে দিন দু’টি উদযাপনের তাৎপর্য বিশদভাবে ব্যক্ত করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত।

তিনি বলেন, ঘটনা চক্রে ২৩ জুন ভারতীয় ফুটবলের কিংবদন্তি পিকে ব্যানার্জিরও জন্মদিন। কাজেই খুঁদেদের ফুটবল দিয়ে দিবসগুলো পালন করেছেন তারা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসএ সচিব অতনু ভট্টাচার্য, শিলচর টাউন ক্লাবের সচিব নন্দু দুলাল রায়, ফুটবল অ্যাকাডেমির সিইও শিথিল ধর, সচিব শ্যামল দাস, প্রাক্তন ফুটবলার বাহাররুল ইসলাম লস্কর, ফরিজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল শাখা সচিব বিকাশ দাস, অরিজিৎ গুপ্ত প্রমুখ।