হাইলাকান্দির সাতটি স্কুলে পিএমশ্রী প্রকল্প, পরিদর্শনে আধিকারিকরা

বরাক তরঙ্গ, ৮ এপ্রিল : হাইলাকান্দি জেলার সাতটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কেন্দ্র সরকারের পি এম শ্রী প্রকল্প মঞ্জুর হয়েছে। আর ওই সব শিক্ষা প্রতিষ্ঠান গুলো সরজমিন পরিদর্শন করে বর্তমান স্থিতি যাচাই করা হল শনিবার। এদিন জেলার পিএমশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত জেলার ৭টি স্কুল পরিদর্শনে যান শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক তথা জেলা মিশন সমন্বয়ক ত্রিদিব রায় সহ ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক তথা স্কুল সমূহের পরিদর্শক মূর্ছনা মালাকার, জেলার তিনটি শিক্ষা খণ্ডের আধিকারিক, সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্গত বিভিন্ন বিভাগের আধিকারিকরা। পরিদর্শনকালে তারা প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া তথা “পিএম শ্রী”-প্রকল্পের জন্য নির্বাচিত জেলার ৭টি স্কুলের  বর্তমান পরিকাঠামো ও বিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় সংস্কারের বিভিন্ন দিক যাচাই করেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে হাইলাকান্দি জেলার ১৭৩ নং ডলিডহর এল পি স্কুল, ৬৫৫ নং সীমানা টিলা এল পি স্কুল,রাজাটিলা এলপি স্কুল, জিএস মেমোরিয়েল হাইস্কুল, অরণ্যপুর এল পি স্কুল, জামিরা হাইস্কুল ও হাইলাকান্দি পাবলিক হাইয়ার সেকেন্ডারি স্কুল পি এম শ্রী প্রকল্পে অন্তভূক্ত হয়েছে।

এদিন অতিরিক্ত জেলাশাসক ত্রিদীব রায় স্কুল কর্তৃপক্ষকে দেশের ১৪৫০০ টি পিএমশ্রী স্কুলের মধ্যে স্থান লাভ করার জন্য অভিনন্দন জানান। তাছাড়া বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে প্রয়োজনীয় পরিকাঠামোগত পরিবর্তনের তথ্য ও তিনি গ্রহণ করেন। বিদ্যালয়ের জমির পরিমান তথা অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে অবগত হন তিনি।

পাশাপাশি তিনি নতুন শিক্ষা নীতিতে অন্তর্ভূত নতুন পাঠ্যক্রম ও পাঠ্য প্রণালী এই বিদ্যালয়গুলোতে সুন্দরভাবে বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন। তিনি হাইলাকান্দির সাতটি সাতটা শিক্ষা প্রতিষ্ঠান  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প পিএমশ্রী-তে অন্তর্ভুক্ত হওয়ায় জেলার শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন আনবে বলে ও আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, দেশের প্রায় ১৪৫০০ এবং রাজ্যের ২৬৬ স্কুল   পিএম শ্রী প্রকল্প স্থান লাভ করেছে।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষক দিবসের অনুষ্ঠানে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। এই প্রকল্পের অধীনে নির্বাচিত স্কুলগুলোর পরিকাঠামো ও শিক্ষার মান বিশ্বমানের করা হবে। পিএমশ্রী বিদ্যালয়ের পরিকাঠামের উন্নতি ও শিক্ষার উন্নয়নের জন্য ২কোটি টাকা করে কেন্দ্রীয় সরকার প্রদান করবে। তাছাড়া কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে এই বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ প্রশিক্ষণের  ব্যবস্থা করবে শিক্ষা বিভাগ।

Author

Spread the News