এনআইটি শিলচরে অফিসিয়াল ভাষা হিন্দি কর্মশালা ও প্রশিক্ষণ
বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) শিলচরের হিন্দি সেলের মাধ্যমে ইনস্টিটিউটের নবনিযুক্ত নন-অ্যাকাডেমিক অফিসারদের নিয়ে এক দিনের অফিসিয়াল ভাষা হিন্দি কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মশালায় সরকারি ভাষা বিভাগের প্রতিনিধি শ্রীরাম ইকবাল যাদব, তেজপুর বিশ্ববিদ্যালয়ের সরকারি ভাষা বিভাগের পরিচালক ড. কুলপ্রসাদ উপাধ্যায়, এনআইটি শিলচরের পরিচালক প্রফেসর ড. দিলীপকুমার বৈদ্য এবং হিন্দি সেলের ইনচার্জ ড. সৌরভ ভার্মা উপস্থিত ছিলেন।
৭০ জনেরও বেশি কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষণ শেষে প্রশংসাপত্র গ্রহণ করেন। কর্মশালায় সরকারি ভাষা বিভাগের বিধি ও বাস্তবায়ন সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে অনুবাদ এবং হিন্দিতে সরকারি কাজকে আরও সহজ ও কার্যকর করার ব্যবহারিক প্রশিক্ষণও দেওয়া হয়।
এনআইটি শিলচরের পরিচালক অধ্যাপক ড. দিলীপ কুমার বৈদ্য কর্মশালায় বক্তৃতাকালে হিন্দি ভাষার গুরুত্ব তুলে ধরেন এবং প্রতিদিনের কর্মশৈলীতে এটি অন্তর্ভুক্ত করার উপর জোর দেন। ড. সৌরভ ভার্মা কর্মশালার সংগঠন এবং এর উদ্দেশ্য সম্পর্কে তথ্য দেন।
কর্মশালাটি সফলভাবে আয়োজনের জন্য অংশগ্রহণকারী এবং বিশেষজ্ঞরা হিন্দি সেলের প্রচেষ্টার প্রশংসা করেন।

