বিনা কারণে যুবককে মারপিট দুই যুবতীর, পুলিশের দ্বারস্থ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : মহিলাদের নিরাপত্তা নিয়ে সমগ্র দেশ যখন উত্তাল তখন শিলচরে দেখা গেল উল্টো পুরাণ। সঙ্গী সাথীদের নিয়ে দুই যুবতী এক যুবককে বিনা কারণে মারপিট করেছেন বলে অভিযোগ এনে শনিবার পুলিশের দ্বারস্থ হলেন বিভিন্ন সংস্থা সংগঠনের প্রতিনিধিরা। অভিযোগকারীরা জানিয়েছেন দুই মহিলা শিলচরের এক স্পা-তে কাজ করেন। আর ঘটনার সূত্র ধরে তারা শহরের একাংশ স্পা-তে অসামাজিক কার্যকলাপ চলে তাকে বলেও অভিযোগ করেন। আক্রান্ত যুবক সোনাল রায় শহরের মালুগ্রাম এলাকার বাসিন্দা।

সোনাল জানিয়েছেন শুক্রবার রাত সাড়ে সাতটা নাগাদ তিনি ক্যাপিটাল ট্রাভেলস মোড়ে এইচডিএফসি ব্যাঙ্কের এটিএম কাউন্টারে টাকা ট্রান্সফার করার জন্য যান। সে সময় এটিএম কাউন্টারে গিয়েছিলেন ওই এলাকায়ই এক স্পাতে কর্মরত দুই মহিলা। দুই যুবতী এটিএম থেকে বেরিয়ে আসার পর তিনি ঢুকতে যান। তিনি এটিএম কাউন্টারে ঢুকতে না ঢুকতেই তারা কর্মরত নিরাপত্তারক্ষীকে বলেন ফের কাউন্টারের ভেতরে যাবেন। নিরাপত্তারক্ষী অন্যদের কাজ শেষ হওয়ার পর যেতে বললে দুই মহিলা ক্ষেপে উঠেন। আর নিরাপত্তারক্ষীর সঙ্গে সঙ্গে সোনালকে উদ্দেশ্য করে আপত্তিজনক মন্তব্য করতে থাকেন। এই অবস্থায় তিনি প্রতিবাদ করলে তাকে মারপিট শুরু করেন। দুই যুবতীর সঙ্গে থাকা এক পুরুষও তাকে মারপিট করেন। এসব চলতে থাকার মধ্যেই তারা কাছেই যে স্পা-তে কাজ করেন সেখান থেকেও কিছু লোক বেরিয়ে এসে তাকে মারতে শুরু করেন। পরবর্তীতে আশপাশের লোকেরা এগিয়ে এসে নিরস্ত করেন মারমুখী দুই মহিলা ও তাদের সঙ্গীদের।

এই ঘটনার পর সোনালকে সঙ্গে নিয়ে শনিবার বিভিন্ন সংস্থা সংগঠনের প্রতিনিধিরা হাজির হন সদর থানায়। ঘটনা নিয়ে এজাহার দায়ের করার পাশাপাশি সংস্থা সংগঠনের পক্ষ থেকে পুলিশের কাছে শহরের একাংশ স্পা-তে অসামাজিক কার্যকলাপ চলছে বলেও অভিযোগ করা হয়।

বিনা কারণে যুবককে মারপিট দুই যুবতীর, পুলিশের দ্বারস্থ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা
বিনা কারণে যুবককে মারপিট দুই যুবতীর, পুলিশের দ্বারস্থ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা

Author

Spread the News