ঘুষ : আবগারি বিভাগের অফিস সুপারিনটেনডেন্ট গ্রেফতার

ঘুষ : আবগারি বিভাগের অফিস সুপারিনটেনডেন্ট গ্রেফতার

বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : অসমের ভিজিল্যান্স এবং দুর্নীতি দমন অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে দিসপুরের জনতা ভবনের প্রধান ফটকের কাছে আবগারি বিভাগের অফিস সুপারিনটেনডেন্ট পার্থ হাজরিকাকে গ্রেফতার করেছে।

হাজরিকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। বার লাইসেন্স দেওয়ার বিনিময়ে অভিযোগকারীর কাছ থেকে ২৪,৫০০ টাকা।

প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে যে হাজরিকা প্রাথমিকভাবে মোট এক লক্ষ টাকা দাবি করেছিলেন।

আজকের ঘটনার আগে এই ঘুষের অংশ হিসেবে ৪০,০০০ টাকা নিয়েছেন। ভিজিল্যান্স টিম অভিযোগের পর অভিযান পরিচালনা করে এবং লেনদেনটি দেখতে উপস্থিত ছিল।

একই সঙ্গে এই বিষয়ে চলমান তদন্তের অংশ হিসাবে গুয়াহাটি শহরের জয়া নগর এলাকায় হাজরিকার বাসভবনে অভিযান চালানো হচ্ছে।

Author

Spread the News