ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য, তীব্র উত্তেজনা, পুলিশের গুলি কোকরাঝাড়ে

বরাক তরঙ্গ, ২৩ জুন : সোশ্যাল মিডিয়ায় ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করা নিয়ে  কোকরাঝাড়ে তীব্র উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ শূন্য ১৯ রাউন্ড গুলি ছুড়তে বাধ্য হয়।

জানা যায়, ইমন পাল নামে বাগারিবাড়ি এলাকার এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্মের লোকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিল। ইমন পাল শনিবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা পোস্ট করে এবং সেখানে হুমকি দেয়, সে ইসলাম ধর্মের লোকেদের হত্যা করবে। সে নিজেকে ‘কলির কাল’ বলে পরিচয় দেয় এবং জানায় তার ভেতর ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর রয়েছেন। ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

রবিবার এর প্রতিবাদে সড়ক অবরোধ করেন এলাকার লোকেরা। পরিস্থিতি সামাল দিতে শূন্যে গুলি চালাতে হয় পুলিশকে। এমনকি পুলিশ লাঠিপেটা করতে বাধ্য হয়। 

এ দিকে, পুলিশ সুপার পুষ্পরাজ সিং জানিয়েছেন, তারা সামাজিক মাধ্যমে ভিডিওটি দেখার পর যুবকটির বিরুদ্ধে মামলা গ্রহণ করেন এবং রবিবার তাকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, ‘সমাজে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো, গোষ্ঠী সংঘর্ষ উসকে দেওয়া, হুমকি দেওয়া এবং সোশ্যাল মিডিয়ার দুর্ব্যবহার ইত্যাদি অভিযোগে তার বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। এবার তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সোমবার আদালতে পেশ করা হবে।’ তিনি জানিয়েছেন, রবিবার সকালে এলাকার কয়েকশো লোক প্রতিবাদের নামেন এবং তারা জাতীয় সড়ক অবরোধ করেন। তাদের বারবার বুঝিয়ে বলা হয় এবং আশ্বাস দেওয়া হয়, দোষী ব্যক্তিকে গ্রেফতার করা হবে। তবে উত্তেজিত প্রতিবাদকারীরা পুলিশের উপর হামলা করেন। তাদের সামাল দিতে শেষমেষ শূন্যে গুলি চালাতে হয়।

Author

Spread the News