করিমগঞ্জ জেলা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে যোগ দিবস পালন

বরাক তরঙ্গ, ২১ জুন : করিমগঞ্জ জেলার  অন্তর্গত নিলামবাজার বিধানসভার বেড়াজাল গ্ৰামে জেলা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে আন্তর্জাতিক যোগ দিবস সাড়ম্ভড়ে পালন করা হয়।এই  নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে  থাকা যোগ প্রশিক্ষক পাপড়ি দেব সকাল ছয়টা থেকে নয়টা অবধি চিকিৎসায় থাকা নেশাসক্তদের যোগ প্রশিক্ষন দেন।সেদিন যোগ প্রশিক্ষক দিনটি তাৎপর্য তুলে ধরে বলেন, হাজার হাজার বছর ধরে ভারতে যোগ অনুশীলনের সমৃদ্ধ এবং জটিল ইতিহাস সময়ের সাথে সাথে বিভিন্ন দার্শনিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক প্রভাবকে একত্রিত করে বিকশিত এবং বিকশিত হয়েছে।

আজ, যোগব্যায়াম সারা বিশ্বে চর্চা করা হয় এবং ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে চলেছে।সেদিন অন্যান্যদের উপস্থিত ছিলেন সাহাদাত হুসেন বড়ভূইয়া,তাহির আহমেদ তাপাদার,সাধন দাস প্রমুখ।

Author

Spread the News