প্রভুপাদ বলেশরঞ্জন গোস্বামী জিউর তিরোধান দিবস পালন

বরাক তরঙ্গ, ২২ জুলাই : শ্রীশ্রী বৈকূন্ঠ ধাম আশ্রমের প্রভুপাদ বলেশরঞ্জন গোস্বামী জিউর নবম তম তিরোধান দিবস সাড়ম্ভড়ে পালন করা হয়। সোমবার শিলচর তারাপুর কালীমোহন রোডে থাকা শ্রীশ্রী বৈকূন্ঠ ধাম আশ্রমের প্রতিষ্ঠাতা প্রভুপাদ বলেশ রঞ্জন গোস্বামীর নবম তিরোধান দিবস সনাতনী ধর্মীয় কার্যক্রমের মধ্য দিয়ে পালিত হয়। এদিন সকালে যজ্ঞ সহ গুরু পূজা ও পুষ্পার্ঘ্য অর্পণ করা।

আশ্রমের অধ্যক্ষ বিস্ময়চমক গোস্বামী বলেন, একজন গুরু সাধারণত আপনাকে আধ্যাত্মিক অনুশীলনে সরবরাহ করেন এবং সূচনা করেন যা আপনাকে বৃদ্ধিতে সহায়তা করবে। প্রভুপাদ বলেশরঞ্জন গোস্বামী ছিলেন এক অসাধারণ আধ্যাত্মিক শক্তির অধিকারী, ভক্তদের কাছে একজন পরমপিতা স্বরূপ ছিলেন। একটি আধ্যাত্মিক যাত্রা অনিশ্চয়তা এবং বিপদে পরিপূর্ণ যা একজনের বিচক্ষণতাকে হুমকি দিতে পারে। একজন গুরু আমাদের নিরাপদে গন্তব্যে নিয়ে যান, একটি গন্তব্য যেখানে তিনি ইতিমধ্যেই পৌঁছেছেন। এদিন দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ সহ সন্ধ্যায় গুরুভজন ও কীর্তনের মাধ্যমে তিরোধান দিবসের সমাপ্তি ঘটে।

Author

Spread the News