মেডিক্যালে সদ্যজাতের মৃত্যুর ঘটনায় গ্রেফতার সিস্টার ইনচার্জ, থানায় প্রতিবাদ নার্সদের

বরাক তরঙ্গ, ২০ আগস্ট : গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে  সদ্যজাত শিশুর দুর্ভাগ্যজনক মৃত্যুর খবর প্রকাশ হতেই গোটা রাজ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার সকালে NICU-তে ভর্তি থাকা এক নবজাতক শিশুর মৃত্যু হয় বেড থেকে পড়ে যাওয়ার ফলে। জানা গেছে, মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগের ৩নং তলায় ঘটেছিল এই ভয়ঙ্কর ঘটনা। এ ঘটনায় বরখাস্ত হওয়া নার্স ভানুপ্রিয়া মিছংকেও পুলিশ গ্রেফতার করেছে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর। ঘটনার রাতে তিনি সিস্টার-ইনচার্জের দায়িত্বে ছিলেন। আজ বুধবার আদালতে তোলা হবে ভানুপ্রিয়াকে।

অন্যদিকে, ভানুপ্রিয়া মিছঙের সমর্থনে কিছু সহকর্মী নার্স ভাঙাগড় থানায় রাতেই প্রতিবাদ জানান। সমর্থনকারী নার্সদের বিস্ফোরক অভিযোগ— “সেই রাতে ভানুপ্রিয়াসহ মোট ৫ জন নার্স দায়িত্বে ছিলেন। পূজা এবং ঋষিকেশ নামে দুই চিকিৎসকও ছিলেন দায়িত্বে। এছাড়াও ডিউটিতে ছিলেন দুই ওয়ার্ড গার্ল এবং দুইজন ক্লিনার। কিন্তু সবাইকে বাদ দিয়ে শুধুমাত্র ভানুপ্রিয়াকেই কেন আটক করা হলো?”

জানা গেছে, সেদিন রাতে ভানুপ্রিয়ার দায়িত্বে থাকা রুমে ২৬টি নয় বরং ৩৫টি নবজাতক ছিল। সেই সময় তিনি দুধ প্রস্তুত করতে গিয়েছিলেন বলে দাবি করেছেন সহকর্মী নার্সরা। তাঁদের কথায়, “একটি রুমে ৩ জন নার্স থাকার কথা থাকলেও, অভাবে মাত্র একজনকেই রাখা হয়েছিল। যদি শাস্তি দেওয়া হয় তবে সবারই দেওয়া উচিত।” এছাড়াও নবজাতক রাখার জন্য ব্যবহৃত ওয়ার্মারটিও নষ্ট ছিল বলে অভিযোগ করেছেন প্রতিবাদী নার্সরা।

এ দিকে, ঘটনার পর ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশ হাসপাতালে কর্মরত ১১ জন অস্থায়ী ট্রলি পুলারকে গ্রেফতার করে।

Spread the News
error: Content is protected !!