তিনদিনের জন্য সিএম ভিজিল্যান্সের জিম্মায় নূপুর
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : তিনদিনের জন্য সিএম ভিজিল্যান্সের জিম্মায় পাঠানো হয়েছে বিতর্কিত ACS কর্মকর্তা নূপুর বরা এবং লাটমণ্ডল সুরজিৎ ডেকাকে। কামরূপ (মেট্রো)-এর বিশেষ সত্র বিচারপতির আদালতে হাজির করা হয়েছিল নূপূর এবং সুরজিৎকে। আদালত দু’জন অভিযুক্তকে তিন দিনের জন্য সিএম ভিজিল্যান্সের জিম্মায় পাঠানোর নির্দেশ দিয়েছে।
সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, নূপূর বরার আয়-উৎসের তুলনায় ৪১৬% বেশি সম্পত্তি রয়েছে। আজ পর্যন্ত নূপূর বরার মোট বেতন আয় হয়েছে ৪৫ লক্ষ টাকা। সিএম ভিজিল্যান্স নূপূর বরার কাছ থেকে ১৪টি সোনার চেন উদ্ধার করেছে। এছাড়া ২টি হীরার নেকলেস, ১৫টি হীরার আংটি এবং ৩টি হীরার ব্রেসলেটও উদ্ধার করা হয়েছে।
গুয়াহাটিতে নূপুর বরার ৩টি ফ্ল্যাট এবং ২টি জমি রয়েছে। গুয়াহাটির গোটানগর এলাকায় তাঁর বাসা থেকে নগদ ৯২ লক্ষ ৫০ হাজার ৪০০ টাকা উদ্ধার হয়েছে। পাশাপাশি বরপেটার ভাড়াঘর থেকে নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।