ইটখোলাঘাটের কলাক্ষেত্র স্কুলে চক্ষু পরীক্ষা শিবির গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের এনএসএস সেলের

বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের এনএসএস সেলের ব্যবস্থাপনায় এবং লায়ন্স চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে সোমবার শিলচরের ইটখোলাঘাটের কলাক্ষেত্র স্কুলে বিনামূল্য চোখের ছানি সনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মোট ১১২ জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়, যার মধ্যে ১৫ জনের চোখে ছানি সনাক্ত করা হয় । এই ১৫ জন রোগীকে সেদিনই অপারেশনের জন্য লায়ন্স চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়। লায়ন্স চক্ষু হাসপাতালের তরফে প্রয়োজনের ভিত্তিতে কিছু রোগীকে বিনামূল্যে চশমা দেওয়া হয়।

শিবির তত্ত্বাবধায়ক অধ্যাপক রাজ‌র্ষীকৃষ্ণ নাথ জানান, আগামীকাল তাঁদের বিনামূল্যে অস্ত্রোপচার করে পরদিন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. বিদ্যুৎ কান্তি পাল, শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ, অধ্যাপক রিম্পি সোনোয়াল, বামন কিরি রংপি ও বিজয় ব্রহ্ম। শিবির পরিচালনায় সহায়তা করেন কবিতা সিংহ এবং জয়ন্তী নাথ। এছাড়াও বিশেষভাবে সহায়তা করে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের এনএসএস সেলের স্বেচ্ছাসেবক ছাত্রছাত্রী‌রা। শিবিরে রোগীদের চক্ষু পরীক্ষা করেন লায়ন্স চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ পরমা রায়।

প্রসঙ্গত শিবিরকে সফল করে তুলতে বিশ্ববিদ্যালয়ের এনএসএস সেল গত এক মাস ধরে বিভিন্নভাবে প্রচার চালিয়ে আসছে। ফলে এদিন বৃহত্তর ইটখলা ঘাট এলাকা ছাড়াও অন্যান্য এলাকার রোগীরাও শিবিরে অংশগ্রহণ করেন।

Spread the News
error: Content is protected !!