মণিপুর : দিল্লিতে আজ ফের বৈঠক অমিত শাহর, সমর্থন তুলল এনপিপি

১৮ নভেম্বর : দিল্লিতে শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, উত্তরপূর্বের রাজ্যে নতুন ভাবে সহিংসতা ছড়িয়ে পড়ার কারণেই এদিনের এই বৈঠক । আজ দুপুর ১২টায় তিনি বিস্তারিত বৈঠক করবেন বলে জানা গিয়েছে।

এ দিকে, মণিপুরের বর্তমান পরিস্থিতির সৃষ্টি হওয়ার দরুন কনরাড সাংমার নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি (NPP) বিজেপি নেতৃত্বাধীন মণিপুর সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়ে দিয়েছে।
বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডাকে লেখা একটি চিঠিতে এনপিপি জানিয়েছে যে, মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের নেতৃত্বে মণিপুর সরকার রাজ্যে জাতিগত সহিংসতা নিয়ন্ত্রণ করতে এবং স্বাভাবিকতা পুনরুদ্ধার করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।

এনপিপি তাঁদের ৭ জন বিধায়কের সমর্থন প্রত্যাহার করেছে। যদিও বিধায়কদের প্রত্যাহার করার এই পদক্ষেপটি রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে প্রভাবিত করবে না, কারণ এখানে তাঁদের নিজস্ব সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ৬০ সদস্যের মণিপুর বিধানসভায় বিজেপির একক ভাবে ৩৭ জন বিধায়ক রয়েছে।

মণিপুর : দিল্লিতে আজ ফের বৈঠক অমিত শাহর, সমর্থন তুলল এনপিপি
Spread the News
error: Content is protected !!