শ্রীভূমি জেলার পঞ্চায়েত নির্বাচনের আসন সংরক্ষণের বিজ্ঞপ্তি জারি
জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : শ্রীভূমি জেলায় ২০২৫ সালের পঞ্চায়েত নির্বাচনের জন্য জেলা পরিষদ সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত সদস্য, গ্রাম পঞ্চায়েত সভাপতি ও সহ-সভাপতি, আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি ও সহ-সভাপতি পদের আসনগুলিতে তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলা প্রার্থীদের সংরক্ষণের তালিকা শ্রীভূমির জেলা আয়ুক্ত মঙ্গলবার এক বিজ্ঞপ্তি যোগে প্রকাশ করেছেন। এতে আনিপুর, কালিগঞ্জ, কানাইনগর ফাকুয়া, লক্ষীবাজার, মাইজগ্রাম সুপ্রাকান্দি, রাধাপ্যারী, টিলাবাড়ী বান্দরকোনা জেলা পরিষদ আসন মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত এবং শ্রীগৌরী জেলা পরিষদ আসন তপশিলি জাতি মহিলা প্রার্থীর জন্য তথা ভৈরব নগর জেলা পরিষদ আসন তপশিলি জাতি প্রার্থীর জন্য সংরক্ষিত। পাশাপাশি জেলা পরিষদের ১৬ টি আসনের মধ্যে চান্দখিরা, চেরাগি, দুল্লভছড়া, লোয়াইরপোয়া, নিলাম বাজার, রাজাটিলা উমরপুর এবং শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ আসন উন্মুক্ত থাকছে।
এদিকে আঞ্চলিক পঞ্চায়েত সভাপতির ৭ টি আসনের মধ্যে পাথারকান্দি, দুল্লভছড়া, নিলাম বাজার মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত এবং ভৈরবনগর আসনটি তপশিলি জাতি মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত। এতে মালেগড়, বদরপুর চৈতন্যনগর ও লোয়াইরপোয়া আসন উন্মুক্ত থাকছে। পাশাপাশি, আঞ্চলিক পঞ্চায়েত সহ-সভাপতি পদের ৭টি আসনের মধ্যে মালেগড়, বদরপুর চৈতন্যনগর, ভৈরবনগর, দুল্লভছড়া আসন মহিলা সংরক্ষিত। লোয়াইরপোয়া আসন তপশিলি জাতি (উন্মুক্ত) সংরক্ষিত। এতে পাথারকান্দি ও নিলাম বাজার আসন উন্মুক্ত থাকছে।
এদিকে, ৯৫ টি গ্রাম পঞ্চায়েত সভাপতি, সহ-সভাপতি, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং ৯৫০টি ওয়ার্ড মেম্বারের সংরক্ষণ তালিকাও জানিয়ে দেওয়া হয়েছে। এতে জেলা আয়ুক্ত সংরক্ষণের তালিকা সব গ্রাম পঞ্চায়েত সচিব, খন্ড উন্নয়ন আধিকারিক, সব জাতীয় ও রাজ্যিক রাজনৈতিক দলের কর্মকর্তা এবং অন্যান্যদের জানিয়েদিয়েছেন। বিস্তারিত বিবরনের জন্য সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে।