চরকিশাহ বাবার উরুসে লক্ষণীয় ভিড়

বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : পীর চরকিশাহ বাবার বার্ষিক উরুসে ভিড় ছিল লক্ষণীয়। শনিবার সকাল থেকে শুরু হওয়া বাবার ৭২তম বার্ষিক উরুসে পুরুষ-মহিলা ও কিশোর-কিশোরীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উরুসের তিনটি পর্যায়ের অনুষ্ঠানের সূচনা করেন সকাল ৯ টায় জামাতের পতাকা উত্তোলন করে চরকিশাহ বাবা ট্রাস্টের সভাপতি আবজল হুসেন লস্কর। সঙ্গে ছিলেন সম্পাদক শিক্ষক রফিক উদ্দিন লস্কর, মসজিদের ইমাম মওলানা কারি ওলিউল্লাহ আয়ুবি, হজরত পীর চরকীশাহ্ বাবা প্রাইভেট মাদ্রাসার অধীক্ষক মওলানা একে মুহাম্মদ রাগীব খান সহ অন্যান্যরা। এই অনুষ্ঠান চলে রবিবার সকাল ৮ অবদি।

▶️ Watch this video
https://fb.watch/q8dVWMyBnf/?mibextid=2JQ9oc

উরুসের মূল অনুষ্ঠান শুরু হয় রাতে। মওলানা কারি ওলিউল্লাহ আয়ুবির সভাপতিত্ব মহফিলে বরাক উপত্যকার বিশিষ্ট মওলানারা কোরান, হাদিস ও বিশ্বনবীর জীবনাদর্শের নিজ নিজ বয়ান পেশ করেন। রাত একটা নাগাদ মঞ্চে উঠেন মহফিলের প্রধান অতিথি আজমের থেকে আসা সৈয়দ মোহাম্মদ ফরহাজ চিস্তি। তিনি উর্দুতে  আলোচনা করেন। তিনি খাজাবাবার বিভিন্ন দিক সহ চরকিশাহ বাবার রওজা স্থাপন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। মূলত তিনি ‘অছিলা’ বিষয়ে আলোকপাত করেন।

চরকিশাহ বাবার উরুসে লক্ষণীয় ভিড়

এ ছাড়া বয়ান রাখেন মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে মওলানা জমির উদ্দিন লস্কর, বিশেষ অতিথি মওলানা আব্দুল ওয়াহিদ, সম্মানিত অতিথি মওলানা ফয়েজ আহমদ লস্কর, মওলানা আওলাদ হুসেন ও মওলানা আজমল হুসেন। তাঁরা ইসলাম ধর্মের বিভিন্ন বিষয়ে ধর্মপ্রাণ মুসলিমদের ওয়াকিবহাল করেন।

চরকিশাহ বাবার উরুসে লক্ষণীয় ভিড়

এ দিন দুপুরে পীর চরকিশাহ বাবা প্রাইভেট মাদ্রাসা ও মোকাম মসজিদের মক্তবের ছাত্রছাত্রীদের মধ্য কিরাত, হামদ না’ত ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে জয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে কোরান পাঠ ও দোয়ার পর সন্ধ্যায় চরকিশাহ মাদ্রাসার হিফজ বিভাগের উত্তীর্ণ তিন ছাত্রকে দস্তারবন্দী প্রদান করা হয়। ওয়াজ মহফিলের আগে নাতে রাসুল পরিবেশন করেন নাত খাঁরা। মহফিলের শেষে খতমে খাজেগান, দোয়া ও শিরনী বিতরণ করা হয়। মহফিলে সহসভাপতি হিসেবে ছিলেন হজরত পীর চরকিশাহ্ বাবা প্রাইভেট মাদ্রাসার অধীক্ষক মওলানা একে মুহাম্মদ রাগীব খান।

চরকিশাহ বাবার উরুসে লক্ষণীয় ভিড়

Author

Spread the News