রেলওয়ে উইক অ্যাওয়ার্ড পাচ্ছে  উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে

১৩ ডিসেম্বর : নয়া দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপে ৬৮তম রেলওয়ে উইক অ্যাওয়ার্ড-অতি বিশিষ্ট রেল সেবা পুরস্কার, ২০২৩ অনুষ্ঠিত হবে শুক্রবার। রেল, বৈদ্যুতিক ও তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ বিভাগের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিশেষ ক্ষেত্রে উৎকৃষ্ট প্রদর্শনের জন্য জোনাল রেলওয়ের সমস্ত বিজয়ীকে পুরস্কার প্রদান করবেন। অসাধারণ প্রদর্শনের জন্য সব মিলিয়ে ১০০টি ব্যক্তিগত পুরস্কার এবং ২১টি দক্ষতার শিল্ড বিতরণ করা হবে।

৯জন আধিকারিককে অতি বিশিষ্ট রেল সেবা পুরস্কার_____

২০২২-২৩ সালের মধ্যে সুরক্ষার পরিমাপের ক্ষেত্রে উচ্চ মানের দক্ষতা বজায় রাখার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এবং দক্ষিণ রেলওয়েকে যুগ্মভাবে সেফটি শিল্ড পুরস্কার দেওয়া হয়েছে। রেল লাইন চ্যুত হওয়া, সংঘর্ষ, সিগনাল ভঙ্গ, সিগনাল পাসিং এট ডেঞ্জার, ট্র্যাকের উপরে অন্যান্য গাড়ির সঙ্গে ধাক্কা, কর্মীহীন লেভেল ক্রসিঙে সংঘটিত ঘটনা, গবাদি পশুর রান অভার ইত্যাদি বিভিন্ন সুরক্ষা পরিমাপের ক্ষেত্রে অন্যান্য জোনাল রেলওয়ের তুলনায় উত্তর পূর্ব সীমান্ত রেলওযে কম সংখ্যক মামলা পঞ্জীয়নের সঙ্গে উচ্চ স্কোর লাভ করেছে।

রেলওয়ে উইক অ্যাওয়ার্ড পাচ্ছে  উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে

এগুলির পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে উৎকৃষ্ট প্রদর্শন করার জন্য বিভিন্ন বিভাগ থেকে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ০৯ জন আধিকারিককে অতি বিশিষ্ট রেল সেবা পুরস্কারের ব্যক্তিগত পুরস্কার দেওয়া হয়েছে। ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন শুভানন চন্দ, সিনিয়র ডিভিশনাল সিগনাল ও টেলিকম ইঞ্জিনিয়ার নরেন্দ্র সিং এবং স্টেশন সুপারিনটেনডেন্ট প্রাণজিৎ দাসকে পরিচালনা, সুরক্ষার উন্নয়ন, সম্পত্তির উন্নত রক্ষণাবেক্ষণ এবং ব্যবহারের ক্ষেত্রে তাঁদের অনুকরণীয় কাজের জন্য নির্বাচিত করা হয়েছে। নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা উপেক্ষা করে রেলওয়েতে জীবন ও সম্পত্তির সুরক্ষার ক্ষেত্রে নেতৃত্ব প্রদানকারী ডিভিশনাল সিকিউরিটি কমিশনার মিগম দলে এবং সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার নরেন্দ্র পালেইকে তাঁদের যোগ্য কাজের জন্য নির্বাচিত করা হয়েছে। অ্যাসিস্টেন্ট পার্সোনাল অফিসার আমিশ গগৈকে আদর্শ প্রশাসনিক ক্ষমতার জন্য নির্বাচিত করা হয়েছে। সিনিয়র ডিভিশনাল সিগনাল ও টেলিকম ইঞ্জিনিয়ার অমিত কুমার মণি এবং সিনিয়র সেকশন ইজিনিয়ার চন্দন কুমারকে যথাক্রমে নিজ নিজ ক্ষেত্রে নতুন উদ্ভাবন বাস্তবায়নের জন্য নির্বাচিত করা হয়েছে। টিকিটবিহীন ভ্রমণকারী, চোর ইত্যাদি মোকাবিলা করে রেলওয়ের উপার্জন বৃদ্ধি করার ক্ষেত্রে বিশেষ প্রচেষ্টার জন্য নির্বাচিত হয়েছেন চিফ ভিজিলেন্স ইন্সপেক্টর দেব প্রসাদ হাজরিকা।

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে দেশের প্রত্যেক ব্যক্তির যাত্রা সুরক্ষিত ও মসৃণ করে তুলতে সমস্ত ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েকে প্রদান করা এই পুরস্কার সমস্ত কর্মচারীকে সংস্থার লক্ষ্যে পৌঁছতে আরও কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করবে।

Author

Spread the News