কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংকে নিয়ে শিলঙে উত্তরপূর্বের পর্যটন মন্ত্রীদের বৈঠক
পিএনসি, শিলং।
বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সোমবার শিলঙে পর্যটন মন্ত্রীদের এক সম্মেলনে পৌরোহিত্য করেন। উত্তরপূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পর্যটন মন্ত্রীরা এই সম্মেলনে অংশ নেন। আঞ্চলিক পর্যায়ে ধারাবাহিক সম্মেলনের এটি ছিল তৃতীয় বৈঠক। এর আগে যথাক্রমে চণ্ডীগড় ও গোয়ায় বৈঠক অনুষ্ঠিত হয়।
এই সম্মেলনে মন্ত্রী শেখাওয়াত বলেন, “এই বৈঠকগুলিতে বিশ্বব্যাপী সেরা পর্যটন গন্তব্যগুলির উন্নয়ন, বিকল্প গন্তব্যগুলির প্রসার এবং পর্যটন ক্ষেত্রে বিপণন, প্রচার, নিরাপত্তা, সংযোগ, পরিচ্ছন্নতা এবং সহজে ব্যবসা করার উপর সর্বাধিক নজর দিচ্ছে”। তিনি বলেন, পর্যটন শিল্প সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মডেলের অংশ হিসাবে বেসরকারি সংস্থাগুলির কাছ থেকে বিনিয়োগের সন্ধান করছে।
মন্ত্রী বলেন, গত ১০ বছরে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত নতুন মানদণ্ড প্রতিষ্ঠা করেছে। তিনি বলেন, “ভারত অর্থনৈতিকভাবে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দক্ষ নেতৃত্বে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে চলেছে। গত এক দশকে পরিকাঠামো উন্নয়ন ক্ষেত্রে উল্লেখযোগ্য বিকাশ হয়েছে এবং ভারতের প্রতি বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে। সারা বিশ্বের মানুষ এখন নতুন উৎসাহের সঙ্গে ভারতের দিকে তাকিয়ে আছে”।
মন্ত্রী পর্যটনকে শক্তিশালী করার লক্ষ্যে সরকারের বেশ কয়েকটি উদ্যোগের কথা তুলে ধরেন। “প্রধানমন্ত্রী মোদির চালু করা ‘স্বদেশ দর্শন’ প্রকল্পটি পর্যটন উন্নয়নের জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আর্থিক সহায়তা প্রদান করে। ২০১৪-১৫ থেকে ২০১৮০১৯ পর্যন্ত সরকার ৫০০০ কোটি টাকা বরাদ্দের ৭৬টি প্রকল্প হাতে নিয়েছে, এরমধ্যে উত্তর পূর্বাঞ্চলে রয়েছে ১৬টি প্রকল্প। তিনি আরও বলেন, “সুস্থায়ী ও দায়িত্বশীল পর্যটনের দিকে লক্ষ্য রেখে আমরা ‘স্বদেশ দর্শন’ প্রকল্পকে নতুন করে সাজিয়েছি। সংশোধিত প্রকল্পের আওতায় ৩২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৫৭টি গন্তব্য চিহ্নিত করা হয়েছে এবং স্বদেশ দর্শন -২-এর অধীনে ৭১৫ কোটি টাকা ব্যয়-বরাদ্দের ২৩টি প্রকল্পের সূচনা করা হয়েছে”।
এছাড়া, তীর্থযাত্রা পুনরুজ্জীবন এবং আধ্যাত্মিকতা বর্ধন অভিযান (প্রসাদ) প্রকল্পের মাধ্যমে তীর্থযাত্রা এবং আধ্যাত্মিক পর্যটনের ওপর অধিকতর গুরুত্ব দেবার ফলে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। মন্ত্রী বলেন, “প্রসাদ প্রকল্পের আওতায় এ পর্যন্ত ১৬২৪ কোটি টাকার ৪৬টি প্রকল্পের কাজ শুরু হয়েছে। আমরা ‘স্বদেশ দর্শন’ ২.০-এর আওতায় শিশু-উপযোগী গন্তব্যগুলির উন্নয়নে বিশেষ একটি নতুন উপ-প্রকল্পও চালু করেছি”।
পর্যটন মন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে পর্যটন উন্নয়নের জন্য রাজ্যগুলিকে প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান। “আমরা রাজ্যগুলিকে আধ্যাত্মিক পর্যটন, সংস্কৃতি ও ঐতিহ্য, প্রাণবন্ত গ্রামীণ কর্মসূচি, ইকো-ট্যুরিজম এবং অমৃত ধরোহার স্থানগুলির জন্য প্রস্তাব জমা দিতে উৎসাহিত করছি। মন্ত্রক এই প্রকল্পের আওতায় উন্নয়নের জন্য বিভিন্ন পর্যটন থিমের ওপর ২৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ৪২টি গন্তব্য বাছাই করেছে”।
অর্থ মন্ত্রকের সহযোগিতায় পর্যটন মন্ত্রক পর্যটন প্রকল্পে মূলধন বিনিয়োগকে মদত দিতে পরিচালন নির্দেশিকা প্রকাশ করেছে। মন্ত্রী বলেন, ‘দেখো আপনা দেশ’ উদ্যোগের মাধ্যমে নাগরিকদের তাদের পছন্দের গন্তব্যগুলির জন্য ভোট দিতে আমন্ত্রণ জানায়। “আমরা ‘চলো ইন্ডিয়া’ প্রচারণা এবং অন্যান্য প্রচারমূলক কার্যক্রমও চালু করেছি।”
মন্ত্রী ইনক্রেডিবল ইন্ডিয়া ওয়েবসাইটের উন্নতির জন্য অব্যাহত প্রচেষ্টার উপর গুরুত্ব দিয়ে বলেন, “আমরা বিশ্বমানের অভিজ্ঞতা প্রদানের জন্য ইনক্রেডিবল ইন্ডিয়া ওয়েবসাইটটি পুনর্নির্মাণ করছি এবং রাজ্যগুলিকে তাদের পর্যবেক্ষণ, বিষয়বস্তু, ভিডিও এবং আলোকচিত্র প্রদান করে তাদের অবদান রাখতে অনুরোধ করেছি”। পর্যটন ক্ষেত্রের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে মন্ত্রী শ্রী শেখাওয়াত যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং হোমস্টে-র উন্নয়নের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেন।