পাথারকা‌ন্দির সলগই‌য়ে রেশন কার্ড বণ্টন উপাধ্যক্ষ নোমাল মু‌মিন

বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : বর্তমান সরকারের আমলে রাজ্যে অন্যান্য জেলার সঙ্গে ক‌রিমগঞ্জ জেলায় উন্নয়‌নের জোয়ার বই‌ছে। বুধবার পাথারকান্দিতে রেশন কার্ড বণ্টন অনুষ্ঠানে এ কথা বলেন অসম বিধানসভার উপাধ্যক্ষ নোমাল মু‌মিন। এ দিন লোয়াইরপোয়া ব্ল‌কের সলগই হাইস্কু‌লের মা‌ঠে আয়োজিত বণ্টন অনুষ্ঠানে তিনি এও বলেন, বি‌শেষ ক‌রে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাস্তাঘা‌টের আমূল প‌রিবর্তন হ‌য়ে‌ছে।আগের কং‌গ্রেস নেতৃত্বাধীন সরকা‌রের সম‌য়ে সাধারণ মানু‌ষের দুর্দশার অন্ত ছিল না। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ‌্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জনগ‌ণকে দেওয়া প্রতিশ্রু‌তি মত কাজ ক‌রে চল‌ছেন।ফ‌লে এস‌বের সরাস‌রি সুফল পা‌চ্ছেন আমজনতা। এ ছাড়াও তিনি কেন্দ্র ও রাজ‌্য সরকা‌রের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে বিস্তর আ‌লোকপাত ক‌রেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল, লোয়াইরপোয়া ব্লকের ইনচার্জ বিডিও হুসেন আহমদ, লোয়াইরপোয়া মণ্ডল বিজেপি সভাপতি হৃষীকেশ নন্দী ও প্রাক্তন বিধায়ক মণিলাল গোয়ালা।

পাথারকা‌ন্দির সলগই‌য়ে রেশন কার্ড বণ্টন উপাধ্যক্ষ নোমাল মু‌মিন
বক্তব্য রাখছেন জেলা আয়ুক্ত।

জেলা আয়ুক্ত মৃদুল যাদব বক্তব্যে রাখতে গিয়ে বলেন, নতুন রেশন কার্ড বিতরণ কর্মসূচির কাজ দশ মাসে সম্পূর্ণ হয়েছে। অসম সরকার ৪২,৮৫,৭৫৪ হিতাধিকারির জন‌্য ১০ লক্ষ ৭৩ হাজার চার’শ উননব্বই টি নতুন রেশন কার্ড বণ্টন করার কাজ হাতে নিয়েছেন। তার মধ্যে পাথারকা‌ন্দি‌ বিধানসভায় ছয় হাজার দু’শ তেষ‌ট্টি টি নতুন কার্ড বরাদ্ধ হ‌য়ে‌ছে। এতে চ‌লিত মাস থে‌কেই এসব হিতা‌ধিকা‌রিরা সরকা‌রি চাল পাবেন নিয়‌মিত ভা‌বে।

পাথারকা‌ন্দির সলগই‌য়ে রেশন কার্ড বণ্টন উপাধ্যক্ষ নোমাল মু‌মিন
বিধায়ক কৃষ্ণেন্দু পাল বক্তব্য রাখছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছি‌লেন পাথারকান্দি সার্কল অফিসার অর্পিতা দত্ত মজুমদার, মানিক্ষ সিনহা, পাথারকান্দি জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহা, জেলা কৃষাণ মোর্চার সভাপতি অমিতাভ দেব, লোয়াইরপোয়া মণ্ডল কৃষাণ মোর্চার সভাপতি স্বপন দাস, ইছাবিল হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ আছদ্দর আলি, লোয়াইরপোয়া ব্লক সভাপতি শ্যাম আখুড়া, লোয়াইরপোয়া জিপির আঞ্চলিক পঞ্চায়ে সদস্য সম্পা চৌধুরী (সুনালী) প্রমুখ সহ পাথারকান্দি বিধানসভার বিভিন্ন জিপির পঞ্চায়েত প্রতিনিধি সহ দলিয় বিভিন্ন স্তরের নেতা কর্মী ও সমর্থকরা।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ

Author

Spread the News